ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

  ২৪ এপ্রিল, ২০২৪

লোদিপুর-ধনঞ্জয়নগর খাল

ধামইরহাটে খাল পুনঃখনন শুরু উপকৃত হবেন হাজারো কৃষক

নওগাঁর ধামইরহাট উপজেলার লোদিপুর-ধনঞ্জয়নগর খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের আওতায় এলজিইডির টেইসই ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় খাল পুনঃখনন উদ্বোধন করা হয়েছে। খাল খনন হওয়ায় উপকৃত হবেন এলাকার হাজারো কৃষক ও সমিতির সদস্যরা। পাঁচ কিলোমিটার খাল পুনঃখনন করা হবে। এতে ব্যয় হবে প্রায় ৩৫ লাখ ১৬ হাজার ৩২৭ টাকা। এদিকে দীর্ঘদিন পর খাল পুনঃখনন কাজ শুরু হওয়ার এলাকার হাজারো কৃষকের মাঝে সোনালি স্বপ্ন দোলা দিচ্ছে।

গতকাল মঙ্গলবার উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের হযরত ব্রিজ সন্নিকটে খালের পুনঃখনন কাজ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। এ উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা প্রকৌশলী মো. সিহাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কৃষকনেতা মো. সেলিম মাহমুদ রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন আগ্রাদ্বিগুন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইসমাইল হোসেন মোস্তাক, ইউনিয়ন আ.লীগের সভাপতি মো. সেকেন্দার আলী, সাধারণ সম্পাদক মাওলা গোলাম কিবরিয়া, বীর মুক্তিযোদ্ধা মো. ইয়াকুব আলী মাস্টার, খাল পুনঃখননের প্রধান সমন্বয়কারী মো. নুরুজ্জামান হোসেন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী এলজিইডি নওগাঁ মো. আবদুল বারী, উপসহকারী প্রকৌশলী মো. আক্তারুজ্জামান, এ টি এম জমনুল উল হক, লোদিপুর-ধনজয়নগর খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. জাহানুর ইসলাম, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান প্রমুখ।

উপজেলা প্রকৌশলী মো. সিহাদুল ইসলাম বলেন, খাল পুনঃখননের ফলে ধনঞ্জয়নগর, মাহমুদপুরসহ খালের দুই পার্শ্বের কৃষক ও সমিতির সদস্যরাসহ হাজারো কৃষক উপকৃত হবেন। ওই এলাকার কৃষির প্রসার ঘটিয়ে, মৎস্য চাষ ও হাঁস পালনসহ অন্যান্য সুবিধা নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে। এতে করে সমিতির সদস্যেও আর্থসামাজিক উন্নয়ন হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close