গাজীপুর প্রতিনিধি

  ০৬ মে, ২০২৪

রাষ্ট্রপতির সঙ্গে বাউবি উপাচার্যের সাক্ষাৎ

রাষ্ট্রপতি এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) চ্যান্সেলর মো. সাহাবুদ্দিনের সঙ্গে বাউবির উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার গতকাল রবিবার বঙ্গভবনে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন। বাউবির তথ্য ও গণযোগাযোগ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ড. আ ফ ম মেজবাহউদ্দিন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সাক্ষাৎকালে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবনী ও কর্মমুখী শিক্ষাকার্যক্রম, শিক্ষার্থীবান্ধব প্রযুক্তি সহায়তা, বহিঃবাংলাদেশে বাউবির প্রসারসহ সার্বিক অগ্রগতি তুলে ধরেন। এ সময় রাষ্ট্রপতিকে উপাচার্য বাউবির নতুন লোগো, ক্রেস্ট, বার্ষিক প্রতিবেদন, পরিক্রমা, ডায়েরি ও ক্যালেন্ডার তার হাতে তুলে দেন। রাষ্ট্রপতি উপাচার্যের বিভিন্ন কথা গুরুত্বসহকারে শোনেন এবং আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দিকনির্দেশনা দেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close