কিশোরগঞ্জ প্রতিনিধি

  ০৬ মে, ২০২৪

আরডিএসের আবৃত্তি অনুষ্ঠান ‘কবিতা উল্লাস’

কিশোরগঞ্জে অনুষ্ঠিত হলো আবৃত্তির অনুষ্ঠান ‘কবিতা উল্লাস’। এটি উৎসর্গ করা হয় সত্তর দশকের কবি আশুতোষ ভৌমিককে। আরডিএসের ( Remove Darkness from the Society) উদ্যোগে গত ৩ মে জেলা পাবলিক লাইব্রেরির দোতলায় অনুষ্ঠানটি হয়। 

এতে অতিথি ছিলেন জেলা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মু আ লতিফ, গুরুদয়াল সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের বিভাগীয় প্রধান রেহাস উদ্দিন, জেলা স্মরণী স্কুলের সাবেক প্রধান শিক্ষক রাবেয়া আক্তার খাতুন, সন্দীপন সাহিত্য আড্ডার সাধারণ সম্পাদক কবি আমিনুল ইসলাম সেলিম।

স্বরচিত লেখা পাঠ করেন কবি বাঁধন রায়, কবি সুভাষ চন্দ্র রায়, কবি সাদরুল উলা ও কবি গোলাপ আমিন।

আশুতোষ ভৌমিকের কবিতা ও অন্যান্য কবিতা আবৃত্তিতে অংশ নেন আরডিএস সদস্য কণা, মৌ, ইত্তিশা, নুজহাত, রিয়া, নোভা, সাকিব প্রমুখ।

চন্দ্রাবতী আবৃত্তি পরিষদের সভাপতি বাচিকশিল্পী মম জুয়েল, চন্দ্রাবতীর অন্য সদস্য দেলোয়ার হোসাইন শামীম, তৌকির ইসলাম তন্ময়, মনিরা আজম ইতি, আন্তা রহমান, রাইয়া রহমান, নাফিসা নাওয়ার নিধি, রাজস্বী দেবনাথ রাত্রি কবিতা আবৃত্তি করে অনুষ্ঠানটিতে অনন্য মাত্রা দেন।

প্রায় তিন ঘণ্টার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আরডিএস বন্ধু ইসরাত জাহান ধীরা ও মেহেরিন জাহান রিদি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close