শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

  ১৮ এপ্রিল, ২০২৪

হাইকোর্টের রায় জালিয়াতির মামলা

শিবচর প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গ্রেপ্তার

হাইকোর্টের রায় জালিয়াতির মামলায় মাদারীপুরের শিবচর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুন্সী রুহুল আসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত ১২টায় শিবচর থানা-পুলিশের সহায়তায় রাজধানীর শাহাবাগ থানার এসআই আল মোমেনের নেতৃত্বে পুলিশের টিম তাকে গ্রেপ্তার করে। শিবচর থানার পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, হাইকোর্টের একটি রায়ের জালিয়াতি মামলায় শিবচর থেকে মঙ্গলবার রাতে তার শিবচর উপজেলা পরিষদসংলগ্ন স্বাস্থ্য কলোনি এলাকার ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মুন্সী রুহুল আসলাম নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা এলাকার মুন্সী বদর উদ্দিন আহমেদের ছেলে। তিনি শিবচর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে কর্মরত থাকা অবস্থায় গ্রেপ্তার হন। রাতেই তাকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়। শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে বলেন, ‘হাইকোর্টের একটি রায় জালিয়াতির মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close