চট্টগ্রাম ব্যুরো

  ০৫ এপ্রিল, ২০২৪

চসিকের উচ্ছেদ অভিযান

ফলমন্ডির ফ্লাইওভারের নিচের জমি উদ্ধার

চট্টগ্রাম নগরীর বিআরটিসির ফলমন্ডি থেকে স্টেশন রোড, নিউমার্কেট মোড় হয়ে জুবলী রোডের আমতল এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। গত বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযানে ফলমন্ডি এলাকায় ফ্লাইওভারের নিচের অংশ অবৈধভাবে দখল করে তরমুজের আড়ত বসিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করায় তৎক্ষণাৎ আড়তগুলো অপসারণ করে অবৈধ দখলমুক্ত করা হয় সরকারি ভূমি। একই সঙ্গে অভিযানে ফলমন্ডি থেকে নিউমার্কেট এলাকায় অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করায় শতাধিক কাঠের চৌকি ও চেয়ার-টেবিল অপসারণ করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম, চৈতী সর্ববিদ্যা, শাহরীন ফেরদৌসী, স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন ও চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীদ ইশরাক। এই পুরো অভিযানটি সমন্বয় করেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীর একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম। অভিযানকালে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটদের সহায়তা দেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close