খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

  ০৫ এপ্রিল, ২০২৪

বন বিট কর্মকর্তা সজল হত্যা

খুবিতে ফরেস্ট্রি ক্লাবের মানববন্ধন

কক্সবাজারের উখিয়া বন বিট কর্মকর্তা সাজ্জাদুজ্জামান সজল হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তির দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ক্লাব আয়োজিত এ মানববন্ধনে ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী এবং ক্লাবটির শতাধিক সদস্য অংশ নেন। বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে গতকাল বৃহস্পতিবার দুপুরে এ মানববন্ধন হয়।

ক্লাবটির সাধারণ সম্পাদক একরামুল হকের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক ড. রুমানা রানা, খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এস এম ফিরোজ, ক্লাবটির উপদেষ্টা অধ্যাপক ড. নাজমুস সাদাত এবং সহযোগী অধ্যাপক মোহাম্মদ রকিবুল হাসান সিদ্দিকী। মানববন্ধনে নিহত বন কর্মকর্তার হত্যার বিচার চাওয়ার পাশাপাশি কর্মকর্তাদের নিরাপত্তা ব্যবস্থার দাবি জানান বক্তারা। এ ছাড়া নিহত সজলের পরিবারকে সহযোগিতার দাবি জানানো হয়।

বক্তারা বলেন, চাকরির শুরু থেকেই নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালন করতেন বন কর্মকর্তা সাজ্জাদুজ্জামান সজল। জীবনের ঝুঁকি নিয়ে রাত-বিরাতে অভিযান চালাতে পিছপা হতেন না তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close