টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

  ১৮ জানুয়ারি, ২০২৪

রূপপুর পাওয়ার প্রজেক্ট শেষ করা বড় চ্যালেঞ্জ : ইয়াফেস ওসমান

রূপপুর পাওয়ার প্রজেক্ট শেষ করতে পারা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। গতকাল বুধবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, আমাদের মূল গোল রূপপুর পাওয়ার প্রজেক্ট, সেটা শেষ করতে পারা আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করি। তাও প্রায় শেষের কাছে। সুতরাং এটাও পারব। আর্মি ও সিভিলিয়ান মিলিতভাবে এটাকে পরিচালনা করছি।

ইয়াফেস ওসমান বলেন, বঙ্গবন্ধুকন্যা বলেছেন, দেশটা করাপশন মুক্ত হবে, আমরা সেই পথেরই পথিক। এ পর্যন্ত যেভাবে আমরা কাজকর্ম করেছি, তার ছোট্ট একটি উদাহরণ হলো এখানে প্রথম শ্রেণির চাকরিতে প্রায় ১ হাজার ৬০০ ছেলেমেয়ে নেওয়া হয়েছে। আর তাতে কেউ এক পয়সাও ঘুষ খায়নি। মূলত এ প্রকল্প হওয়া মানে বাংলাদেশ অন্য জায়গায় চলে যাওয়া। বিশ্বের পারমাণবিকধারী ৩৩তম দেশ হবে বাংলাদেশ। এর আগে মন্ত্রী টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতার সমাধিসৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি। এ সময় টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক, সহকারী কমিশনার (ভূমি) জহিরুল আলম, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক শেখ ওলিদুর রহমান হীরা, টুঙ্গিপাড়া থানার ওসি খন্দকার আমিনুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close