নিজস্ব প্রতিবেদক

  ০৭ মে, ২০২৪

বিসিএসআইআরে বিশেষ অংশীজন কর্মশালা

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে (বিসিএসআইআর) এ অনুষ্ঠিত হলো নতুন শতাব্দীর এনার্জি চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের করণীয় এবং ‘বাংলাদেশ ফ (এনার্জি) : স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক অংশীজন কর্মশালা-২০২৪। গতকাল সোমবার বিসিএসআইআরের আইইআরডি মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ এবং বিশেষ অতিথি ছিলেন মো. দেলোয়ার হোসেন, সদস্য (প্রশাসন), কাজী আনোয়ার হোসেন, সদস্য (অর্থ), রোকনুজ্জামান, সদস্য (উন্নয়ন) এবং ড. মোহাম্মদ নাজিম জামান, সদস্য (বিজ্ঞান ও প্রযুক্তি)।

কর্মশালায় সভাপতিত্ব করেন ড. শাহীন আজিজ, পরিচালক (অতি. দা.) আইইআরডি, বিসিএসআইআর। কর্মশালায় বাপেক্স, প্যাটেন্ট ডিজাইন অ্যান্ড ট্রেড মার্ক, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, এসএমই ফাউন্ডেশনসহ ৪০ টির ও অধিক শিল্প প্রতিষ্ঠান এবং বুয়েটসহ ১৫টি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক উক্ত কর্মশালায় অংশগ্রহণ করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close