reporterঅনলাইন ডেস্ক
  ২৭ মে, ২০২৪

ঘূর্ণিঝড় রেমাল: বিদ্যুৎহীন প্রায় আড়াই কোটি মানুষ

ছবি : সংগৃহীত

দেশের উপকূলে আছড়ে পড়া ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে প্রায় ২ কোটি ২২ লাখ গ্রাহকের বিদ্যুৎ সবরাহ বন্ধ রয়েছে। যেখানে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) মোট গ্রাহকই ৩ কোটি ৫৮ লাখ।

পল্লী বিদ্যুতায়ন বোর্ডের এক শীর্ষ কর্মকর্তার মতে— ৮১টি পল্লী বিদ্যুৎ সমিতির (পিবিএস) ৬১টির অধীন এলাকায় এসব গ্রাহক বসবাস করছেন।

তিনি বলেন, ঘূর্ণিঝড় আঘাত হানার পর থেকে সোমবার পর্যন্ত যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল সেগুলো মূলত দেশের উপকূলীয় অঞ্চলে অবস্থিত।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, মূলত ঘূর্ণিঝড়কবলিত এলাকায় দুর্ঘটনা এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ রাখা হয়েছে।

তিনি বলেন, পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ ব্যবস্থা পরীক্ষা করে আবার সংযোগ চালু করা হবে।

তিনি আরও বলেন, ঘূর্ণিঝড় রেমালের আঘাতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো স্পষ্ট নয়। আমরা এখন ঘূর্ণিঝড় উপদ্রুত এলাকা থেকে তথ্য সংগ্রহ করছি।

ঘূর্ণিঝড় মোকাবিলায় কন্ট্রোল রুম খোলাসহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। সূত্র: ইউএনবি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close