ইবি প্রতিনিধি

  ০৭ মে, ২০২৪

ইগদির বিশ্ববিদ্যালয় ও ইবির সমঝোতা স্বাক্ষর

শিক্ষা ও গবেষণা কার্যক্রমে সহযোগিতার বিষয়ে সমাঝোতা স্মারক স্বাক্ষর করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় এবং তুরস্কের ইগদির বিশ্ববিদ্যালয়। গত রবিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অফিসের কনফারেন্স রুমে ইরাসমাস প্লাস এগ্রিমেন্টের আওতায় এ সমাঝোতা স্বাক্ষরিত হয়। এসময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া এবং তুরস্কের ইগদির বিশ্ববিদ্যালয় পক্ষে রেক্টর অধ্যাপক ড. মেহমেত হাক্কি আলমা সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

পরে তারা পরস্পরের সঙ্গে স্বাক্ষরিত স্মারক বিনিময় করেন।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তুরস্কের ইগদির বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. ইব্রাহিম ডেমিরটাস, ইসলামি বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডিভিশনের পরিচালক ড. আবু হেনা মোস্তফা জামাল, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম ও ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. আতিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close