খেলা ডেস্ক

  ২৯ মার্চ, ২০১৭

শীর্ষে ভারত বাংলাদেশ ৯-এ

অস্ট্রেলিয়ার বিপক্ষে রোমাঞ্চকর এক সিরিজ জয়ের পর টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে স্থান থাকলো টিম ইন্ডিয়া। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, আইসিসি প্রকাশিত সবশেষ টেস্ট র‌্যাংকিংয়ের তালিকায় বাংলাদেশকে থাকতে হচ্ছে নয় নম্বরে।

ঘরের মাঠে দারুণ সময় পার করছে ভারত। সেই ধারাবাহিকতায় ধর্মশালা টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮ উইকেট হাতে রেখেই জিতেছে বিরাট কোহলির ভারত। সঙ্গে চার ম্যাচ টেস্ট সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে।

ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ শেষে র‌্যাংকিংয়ের সর্বশেষ তালিকা প্রকাশ করে আইসিসি।

সেখানে সর্বোচ্চ ১২২ রেটিং পয়েন্ট নিয়ে কোহলির ভারত এক নম্বরে। ভারতের বিপক্ষে সিরিজ হারা স্টিভেন স্মিথের অস্ট্রেলিয়া ১০৮ রেটিং নিয়ে আছে দুইয়ে। তিন নম্বরে রয়েছে ১০৭ রেটিং পাওয়া দক্ষিণ আফ্রিকা। আর চার নম্বরে ১০১ রেটিং নিয়ে আছে ইংল্যান্ড। ১০০’র নিচে ৯৮ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে নিউজিল্যান্ড। ৯৭ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ ড্র করা শ্রীলঙ্কা রয়েছে সাত নম্বরে, তাদের পয়েন্ট ৯০। আটে রয়েছে ৬৯ পয়েন্ট পাওয়া ওয়েস্ট ইন্ডিজ। নয় নম্বরে থাকা টাইগারদের রেটিংয়ে উন্নতি হয়েছে। লঙ্কানদের বিপক্ষে শেষ টেস্টে জয় পাওয়ায় মুশফিক বাহিনীর বর্তমান রেটিং ৬৬, অবস্থান অবশ্য আগের নয় নম্বরেই। ৫ রেটিং পয়েন্ট নিয়ে দশ নম্বরে জিম্বাবুয়ে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist