খেলা ডেস্ক

  ২০ জানুয়ারি, ২০১৭

তৃতীয় রাউন্ডে লিভারপুল

ইংলিশ এফএ কাপের চতুর্থ রাউন্ডে উঠেছে লিভারপুল। পরশু অল রেডরা এমন একজনের গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছেন যাকে অনেকেই হয়তো প্রথম গোল করতে দেখেছেন। কেননা ৭ বছরের মধ্যে এটাই লুকাস লেইভার প্রথম গোল। ব্রাজিলিয়ান মিডফিল্ডারের একমাত্র গোলেই চতুর্থ সারির দল প্লিমথ আর্গাইলকে হারাতে পেরেছে ইয়ুর্গেন ক্লপের দল। অ্যানফিল্ডে দুই দলের তৃতীয় রাউন্ডের আগের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল। সেবার নিয়মিত একাদশের দশ খেলোয়াড় বদলে নিজেদের ইতিহাসে সবচেয়ে তরুণ দল নামিয়েছিল লিভারপুল। ইয়ুর্গেন ক্লপের দলকে রুখে দিয়েছিল আর্গাইল। কিন্তু পরশু আর তরুণ দল নামাননি জার্মান কোচ। তার দলে ছিল তারণ্য ও অভিজ্ঞতার মিশেল। এর ফল হিসেবেই জয় তুলে নিয়েছে লিভারপুল। এ জন্য লিভারপুল ম্যানেজার ধন্যবাদ দিতে পারেন লেইভাকে। কেননা বুধবার রিপ্লে ম্যাচে ১৮ মিনিটে করা তার গোলটিই ম্যাচের ভাগ্য অলরেডদের পক্ষে গড়ে দিয়েছে। স্বদেশি ফিলিপ কুতিনকোর কর্নার কিক থেকে মাথা ছুঁয়ে দুর্দান্তভাবে জালে বল জড়ান ব্রাজিলিয়ান মিডফিল্ডার। ২০০৭ সাল থেকে লিভারপুলের হয়ে খেলা লুকাস সর্বশেষ গোল করেছিলেন ২০১০ সালের সেপ্টেম্বরে; ইউরোপা লিগে স্টু বুখারেস্টির বিপক্ষে। ৮৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিল লিভারপুল। কিন্তু ওরিগির দুর্বল পেনাল্টি রুখে দেয় গোলরক্ষক।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist