ক্রীড়া ডেস্ক

  ০১ মার্চ, ২০২৪

কোয়ার্টারে লড়বে লিভারপুল-ম্যানইউ

পঞ্চম রাউন্ডে নিজ নিজ ম্যাচে জয়ী হয়ে এফএ কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুল। শেষ আটে এ দুই ইংলিশ জায়ান্ট একে অপরের মোকাবিলা করবে। কাসেমিরোর শেষ মুহূর্তের গোলে নটিংহ্যাম ফরেস্টকে ১-০ ব্যবধানে পরাজিত করে ম্যানইউ কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়েছে। এর মাধ্যমে কোচ এরিক টেন হাগের ওপর থেকে চাপও কমাতে পেরেছে ম্যানইউ।

এদিকে চেলসির বিপক্ষে গত রবিবার লিগ কাপের ফাইনালে জয়ী লিভারপুল তারুণ্যনির্ভর দল নিয়ে অ্যানফিল্ডে দ্বিতীয় টায়ারের দল সাউদাম্পটনকে ৩-০ গোলে বিধ্বস্ত করে শেষ আট নিশ্চিত করেছে। ওয়েম্বলিতে লিভারপুলের কাছে লিগ কাপের ফাইনালে ১-০ গোলের হতাশাজনক পরাজয় থেকে ফিরে এসে চেলসি চ্যাম্পিয়নশিপের শিরোপা লড়াইয়ে টিকে থাকা লিডসকে ৩-২ গোলে পরাজিত করেছে। কোয়ার্টার ফাইনালে চেলসির প্রতিপক্ষ চ্যাম্পিয়নশিপ লিডার্স লিস্টার সিটি।

অ্যানফিল্ডে ম্যাচের শুরুতে লিগ কাপের ট্রফি নিয়ে বল বয়রা সারা মাঠ প্রদক্ষিণ করেছে। আবারও জার্গেন ক্লপের দল সবদিক থেকে নিজেদের আধিপত্য দেখিয়েছে। তারুণ্যনির্ভর দল নিয়ে এ জয় এটাই প্রমাণ করে যে ভবিষ্যতের দলটির প্রতিও সমান নজড় দিয়েছে লিভারপুল। ইনজুরির কারণে মোহামেদ সালাহ, দিয়োগো জোতা, ডারউইন নুনেজ, অ্যালিসন বেকার ইনজুরির কারণে খেলতে পারেননি। ওয়েলস ও ওয়েস্টব্রুমের সাবেক মিডফিল্ডার জেসন কুমাসের ছেলে লুইস কুমানের গোলে ৪৪ মিনিটে এগিয়ে গিয়েছিল অল রেডসরা। ১৮ বছর বয়সি এ ফরোয়ার্ডের লো শট সাউদাম্পটনের জ্যাক স্টিফেনসের ডিফ্লেকটেড হয়ে জালে জড়ায়। আরো এক টিনএজার জেইডেন ড্যানস ৭৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। ১৮ বছর বয়সি ড্যানসের বাবা নেইলও ক্রিস্টাল প্যালেসের সাবেক খেলোয়াড়। লিভারপুলের হয়ে নিজেদের প্রমান করেছেন ১৯ বছর বয়সি দুই তরুণ জেমস ম্যাকনেল ও ববি ক্লার্ক।

দ্বিতীয়ার্ধে ১৬ বছর বয়সি ট্রে নিওনিকে মাঠে নামায় লিভারপুল। এফএ কাপের ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে নিওনি ইতিহাস রচনা করেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close