ক্রীড়া ডেস্ক

  ০৭ ফেব্রুয়ারি, ২০২৪

প্রথমবারের মতো উইলিয়ামসনের এমন কীর্তি

ইনজুরি থেকে মাঠে ফিরে সময়টা দারুণ কাটছে কেন উইলিয়ামসনের। মাঠে নামলেই পেয়ে যাচ্ছেন সেঞ্চুরির দেখা। সবশেষ ৯ ইনিংসের মধ্যে ছয়বারই তিন অঙ্কের ম্যাজিক ফিগারের ঘরে পা রাখলেন নিউজিল্যান্ডের ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটারদের একজন। সবশেষ মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অনুষ্ঠিত চলমান টেস্টের দ্বিতীয় ইনিংসে ১০৯ রান করেন উইলিয়ামসন। এর মাধ্যমে সাদা পোশাকের ক্রিকেটে প্রথমবারের মতো জোড়া শতকের দেখা পেলেন তিনি। এর আগে প্রথম ইনিংসে তার ব্যাট থেকে এসেছিল ১১৮ রান। উইলিয়ামসনের মতো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্টে ব্যাট হাতে দারুণ ছন্দ দেখিয়েছেন রাচিন রবীন্দ্র। প্রথম ইনিংসে ২৪০ রান করেন তিনি। উইলিয়ামসন ও রবীন্দ্রর দারুণ ব্যাটিংয়ে প্রথম ইনিংসে ৫১১ রানে থামে নিউজিল্যান্ড। জবাব দিতে নেমে নিউজিল্যান্ডের বোলারদের দাপুটে বোলিংয়ে ১৬২ রানেই গুটিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। ম্যাট হেনরি ও মিচেল সান্টনার নেন তিনটি করে উইকেট। এ ছাড়া কাইল জেমিসন ও রবীন্দ্রর শিকার দুটি করে উইকেট।

৩৪৯ রানে এগিয়ে থাকা কিউইদের তৃতীয় দিনটাও গেছে দারুণ। ১৭৯ রানে চার উইকেট হারিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে স্বাগতিকরা। ৫২৮ রানে এগিয়ে থেকে চতুর্থ দিনের খেলা শুরু করবে তারা। ড্যারেল মিচেল ১১ ও টম ব্লান্ডেল ৫ রানে অপরাজিত আছেন। বলতে গেলে তৃতীয় দিন নিউজিল্যান্ডের হয়ে প্রায় একা হাতে ব্যাট করেছেন উইলিয়ামসন। তার সেঞ্চুরির বিপরীতে দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান করেন ডেভন কনওয়ে। প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি হাঁকানো রবীন্দ্র এবার আউট হয়েছেন ১২ রান করে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close