ক্রীড়া প্রতিবেদক

  ০১ ফেব্রুয়ারি, ২০২৪

বিপিএল থেকে বিরতি নিলেন মাশরাফি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান আসর থেকে বিরতি নিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। মূলত জাতীয় সংসদের হুইপের দায়িত্ব নিতেই ২০ ওভারের টুর্নামেন্ট থেকে বিরতি নিয়েছেন এই পেসার। মাশরাফির অবর্তমানে উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনের নেতৃত্বে বিপিএল খেলবে সিলেট স্ট্রাইকার্স। এক বিবৃতিতে গত আসরের রানার্সআপরা বিষয়টি নিশ্চিত করেছে। ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে নড়াইল-২ আসন থেকে টানা দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মাশরাফি। এবার তাকে সরকারদলীয় হুইপ হিসেবে নির্বাচিত করা হয়েছে। পরশু শুরু হয়েছে দ্বাদশ জাতীয় সংসদের অধিবেশন। সিলেট স্ট্রাইকার্সের হয়ে বিপিএল খেলার কারণে অধিবেশনে যোগ দিতে পারেননি মাশরাফি। সিলেট ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজনৈতিক কর্মকাণ্ড শেষে সুযোগ পেলে ফের দলের সঙ্গে যোগ দেবেন মাশরাফি। এবারের বিপিএল ভালো যাচ্ছে না মাশরাফির। তার অধীনে প্রথম পাঁচ ম্যাচের সবকটিতেই হেরে গেছে সিলেট। এমতাবস্থায় প্লে অফে উঠা নিয়ে শঙ্কায় পড়ে গেছে তারা। নিজেদের সবশেষ ম্যাচে পরশু ফরচুন বরিশালের কাছে ৪৯ রানে হেরেছে মাশরাফির দল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close