ক্রীড়া ডেস্ক

  ২৭ জানুয়ারি, ২০২৪

পিএসএল থেকে সরে দাঁড়ালেন রশিদ

পিঠের চোটের কারণে সাউথ আফ্রিকার এসএ২০ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন রশিদ খান। খেলতে পারেননি আফগানিস্তানের হয়ে ভারত সফরেও। সেরে না ওঠায় এবার পাকিস্তান সুপার লিগ (পিএসএল) না খেলার সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তানের এ লেগ স্পিনার।

বিশ্বকাপের পর পিঠের চোটের কারণে অস্ত্রোপচার করেন রশিদ। যে কারণে ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই মাঠের বাইরে আছেন তারকা এ লেগ স্পিনার। অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত বিগ ব্যাশ থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন তিনি। এমনকি সাউথ আফ্রিকার এসএটি-টোয়েন্টি থেকেও নিজের নাম সরিয়ে নেন ২৫ বছর বয়সি এ ক্রিকেটার। যেখানে এমআই কেপটাউনের হয়ে খেলার এবং অধিনায়কত্ব করার কথা ছিল।

এদিকে চোট থাকলেও ভারত সফরে আফগানিস্তান দলের সঙ্গেই ছিলেন রশিদ। টুকটাক বোলিং অনুশীলন করলেও ম্যাচ খেলা হয়নি তার। এছাড়া পুরোপুরি ফিট না হওয়ায় এবার পিএসএল থেকেও সরে দাঁড়ালেন তিনি।

শঙ্কা থাকলেও ড্রাফটের আগে সিলভার ক্যাটাগরির খেলোয়াড় হিসেবে ধরে রাখে লাহোর কালান্দার্স। সবশেষ তিন আসরেই দলটির হয়ে খেলেছেন রশিদ। ২০২২ মৌসুমে ৯ ম্যাচে ১৩ উইকেট নেওয়া রশিদ গত আসরে নিয়েছিলেন ১১ ম্যাচে ২০ উইকেট নিয়েছিলেন। এমন পারফরম্যান্সের পর তাকে ধরে রাখে লাহোর।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগেই ফিট হয়ে যাবেন রশিদ। যেখানে গুজরাট টাইটান্সের হয়ে খেলবেন তারকা এ লেগ স্পিনার। এর আগে অবশ্য আফগানিস্তানের হয়ে বেশ কিছু ম্যাচ খেলার কথা রয়েছে তার।

২৮ ফেব্রুয়ারি থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে আফগানিস্তান। ১৮ মার্চ পর্যন্ত চলা সিরিজে এক টেস্ট ও তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে তাদের। সাপ্লিমেন্টারি ও রিপ্লেসমেন্ট ড্রাফট থেকে রশিদের বদলি নিতে পারে লাহোর।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close