ক্রীড়া প্রতিবেদক

  ২২ জানুয়ারি, ২০২৪

চোখের সমস্যায় ঢাকা পর্বে খেলা হচ্ছে না সাকিবের

তিন দিন আগে এক সাক্ষাৎকারে সাকিব আল হাসান জানিয়েছিলেন, সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে চোখের সমস্যা নিয়ে খেলেছিলেন তিনি। বৈশ্বিক টুর্নামেন্ট শেষে চোখের চিকিৎসা নেন বাংলাদেশি অলরাউন্ডার। চলমান বিপিএলের অনুশীলনেও চশমা চোখে দেখা গেছে সাকিবকে। খেলার মাঠেও এর প্রভাব পড়েছে।

পরশু নিজেদের প্রথম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাট হাতে মাত্র ২ রান করেছেন সাকিব। পরে অবশ্য বল হাতে ৪ ওভারে ১৬ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। কিন্তু ম্যাচটা রংপুর হেরে গেছে ৫ উইকেটে। ম্যাচ শেষে দলটির অধিনায়ক নুরুল হাসান সোহান জানান, চোখের সমস্যা আবারও ফিরে এসেছে সাকিবের। ফ্র্যাঞ্চাইজিটির প্রধান নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, উন্নত চিকিৎসা নিতে গতকাল সিঙ্গাপুরে গেছেন সাকিব। এ কারণে বিপিএলে ঢাকার প্রথম পর্বের ম্যাচগুলো খেলা হবে না বাংলাদেশি এ অলরাউন্ডারের।

রাইডাসের্র প্রধান নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক সিদ্দিক ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে জানিয়েছেন, সাকিবের চোখের অবস্থার অগ্রগতি সাপেক্ষে তাকে বিপিএলের সিলেট পর্ব থেকে পাওয়ার আশা করছে ফ্র্যাঞ্চাইজিটি।

ইশতিয়াক সিদ্দিক বলেছেন, ‘সে গতকাল সিঙ্গাপুরের গিয়েছেন। চোখের সমস্যা সেরে উঠলে তাকে আমরা সিলেট পর্ব থেকে পাওয়ার আশা করছি। যদি তাকে না পাওয়া যায়, আমাদের যারা আছে, তাদের নিয়ে লড়াই চালিয়ে যেতে হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close