ক্রীড়া প্রতিবেদক

  ১৮ জানুয়ারি, ২০২৪

বাজিমাতের অপেক্ষায় বরিশাল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর মাঠে গড়াচ্ছে আগামীকাল শুক্রবার। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত দলগুলো। অপেক্ষা ব্যাট-বলের লড়াইয়ের। এর আগে দলগুলোকে নিয়ে জানার আগ্রহ থাকে ভক্তদের। তাদের জন্যই বিপিএলের দল বিশ্লেষণের আজকের আলোচনা ফরচুন বরিশাল নিয়ে।

এবারের বিপিএলের সেরার দুদল বললেই মাথায় আসে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্সের নাম। তবে, অভিজ্ঞতা দিয়ে ভরপুর কোনটি? সেই প্রশ্নের উত্তরে সবার আগে চলে আসে ফরচুন বরিশালের নাম। কারণ, বাংলাদেশের ক্রিকেটের পঞ্চপা-বের তিনজনই আছে এই দলে। মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহর অভিজ্ঞতাই এই দলের বড় শক্তি। তাই স্বাভাবিকভাবেই বড় দলের নাম পেয়ে গেছে বরিশাল।

গেল আসরে দলটির বড় নাম ছিল সাকিব আল হাসান। অধিনায়কের ভূমিকাতেও ছিলেন সাকিব। আর আসর জুড়ে দারুণ ছন্দে ছিলেন অধিনায়ক। ১৩ ম্যাচের ১১ ইনিংসে ১৭৪.৪১ স্ট্রাইক রেট নিয়ে তিনি রান করেছেন ৩৭৫। তবে শিরোপা এনে দিতে পারেননি। নকআউটে রংপুর রাইডার্সের কাছে হেরে বিদায় নেয় বরিশাল।

এবার সাকিব নেই বরিশালে। তবে আছেন তিন অভিজ্ঞ ক্রিকেটার। এর মধ্যে নেতৃত্ব দেওয়া হয়েছে তামিম ইকবালকে। যিনি চোটের কারণে লম্বা সময় ধরে মাঠের বাইরে। চোট কাটিয়ে বিপিএলে কেমন করেন সেটাই দেখার অপেক্ষা।

তিন তারকা ছাড়াও বরিশালে আছেন অভিজ্ঞ মেহেদী হাসান মিরাজ। যিনি ব্যাটিং-বোলিং দুই বিভাগেই দলে ভূমিকা রাখতে পারেন। বিদেশিদের মধ্যে গুরুত্বপূর্ণ নাম ইব্রাহিম জাদরান, ফখর জামান, শোয়েব মালিক, পল স্টার্লিংরা। আর শেষদিকে তারা দলে ভেড়ায় টি-টোয়েন্টির বড় নাম প্রোটিয়া ক্রিকেটার ডেভিড মিলারকে। আছেন দিনেশ চান্দিমাল, আব্বাস আফ্রিদির মতো ক্রিকেটাররা।

এ ছাড়া সৌম্য সরকার, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, কামরুল ইসলামের মতো অভিজ্ঞ ক্রিকেটাররাও খেলবেন বরিশালের জার্সিতে। সবমিলিয়ে এবারের বিপিএলে শক্তিশালী দলে রূপ নিয়েছে ফরচুন বরিশাল। এই অভিজ্ঞতা আর শক্তি দিয়ে বিপিএলে এবার শিরোপার স্বাদ পায় কি না বরিশাল, সেটা সময়ের হাতে তোলা থাক।

ফরচুন বরিশাল দল : তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, খালেদ আহমেদ, মুশফিকুর রহিম, রকিবুল হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার, কামরুল ইসলাম, প্রীতম কুমার, তাইজুল ইসলাম, প্রান্তিক নওরোজ, মেহেদী হাসান রানা। ডেভিড মিলার, ইব্রাহিম জাদরান, শোয়েব মালিক, পল স্টার্লিং, ফখর জামান, আব্বাস আফ্রিদি, দুনিত ভেল্লালাগে, ইয়ানিক ক্যারিয়াহ, দিনেশ চান্দিমাল ও নুয়ার তুশারা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close