ক্রীড়া প্রতিবেদক

  ২০ সেপ্টেম্বর, ২০২২

টেস্ট থেকে অবসর রুবেল হোসেনের

টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশের ডানহাতি পেসার রুবেল হোসেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে এ খবর জানিয়েছেন ৩২ বছর বয়সি রুবেল।

নিজের অবসর নিয়ে গতকাল ফেসবুকে এক স্ট্যাটাসে রুবেল লিখেন, ‘আসসালামু আলাইকুম আমি একটা বিষয়ে একটু জানাতে চাই! বিসিবিতে আনুষ্ঠানিক চিঠি দিয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিলাম।’

তরুণদের সুযোগ দিতেই টেস্ট ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত উল্লেখ করে রুবেল বলেন, ‘বাংলাদেশ জাতীয় দলের পাইপলাইন শক্তিশালী করার ক্ষেত্রে লংগার ভার্সন টুর্নামেন্টগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমি মনে করি এই টুর্নামেন্টগুলোতে তরুণ পেসাররা যত বেশি সুযোগ পাবে, আমাদের পাইপলাইন তত মজবুত হবে। তাই তরুণ ক্রিকেটারদের সুযোগ করে দেওয়ার জন্য, আমি লাল বলের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি।’

২০০৯ সালের জুলাইয়ে কিংসটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হয় রুবেলের। অভিষেক টেস্টের দুই ইনিংসে ১২১ রানে ৩ উইকেট নেন তিনি। ম্যাচটি ৯৫ রানে জিতেছিল বাংলাদেশ।

২০২০ সালের ফেব্রুয়ারিতে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেন রুবেল। ওই টেস্টে এক ইনিংস বল করে ১১৩ রানে ৩ উইকেট নেন তিনি। টেস্টটি ইনিংস ও ৪৪ রানে হারে টাইগাররা।

দেশের হয়ে ২৭ টেস্টের ৪৪ ইনিংসে ৩৬ উইকেট শিকার করেছেন রুবেল। ইনিংসে একবার পাঁচ বা ততোধিক উইকেট আছে এই পেসারের। ইনিংসে তার সেরা বোলিং ফিগার ১৬৬ রানে ৫ উইকেট।

২০১০ সালের ফেব্রুয়ারিতে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৯ ওভার বল করে টেস্ট ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার দাঁড় করান রুবেল। তার বোলিং গড়- ৭৬ দশমিক ৭৭ এবং ইকোনমি ৩ দশমিক ৯২।

দেশের মাটিতে ১৫ টেস্টের ২৫ ইনিংসে ১৪টি ও বিদেশের মাটিতে ১২ টেস্টের ১৯ ইনিংসে ২২ উইকেট নেওয়া রুবেল ব্যাট হাতে ২৬৫ রান করেছেন।

আর প্রথম শ্রেণির ক্রিকেটে বল হাতে ৬০ ম্যাচে ৯৭ উইকেট এবং ব্যাট হাতে ৫৫৫ রান করেছেন এই পেসার। দেশের হয়ে টেস্ট ক্রিকেটে যা অর্জন, তাতে খুশি রুবেল। তিনি বলেন, ‘বাংলাদেশের হয়ে ২৭টি টেস্ট ম্যাচ খেলার সৌভাগ্য হয়েছে আমার, যা আমার ক্যারিয়ারের অন্যতম অর্জন।’

টেস্ট ক্রিকেটের এমন অর্জনের পেছনে যাদের সহায়তা ছিল, তাদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন রুবেল, ‘লাল বলে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটের এই পথচলায় আমাকে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। আশা করছি সামনের দিনগুলোতে আপনাদের পাশে পাব।’

টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিলেও ওয়ানডে ও টি-টোয়েন্টি বেশি মনোযোগ দিবেন রুবেল। সাদা বলের দুই ফরম্যাটে বাংলাদেশের ঘরোয়া লিগেও খেলবেন তিনি, ‘টেস্ট থেকে বিদায় নিয়েছি। তবে, ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ জাতীয় দলকে আমার আরো কিছু দেওয়ার মতো সামর্থ্য আছে। তাই ডিপিএল, বিপিএলসহ অন্যান্য সাদা বলের টুর্নামেন্টে আমি নিয়মিত খেলা চালিয়ে যাব। আমার জন্য দোয়া করবেন। সাদা বলে বাকি জীবনে আপনাদের যেন রঙিন স্বপ্ন উপহার দিতে পারি।’ দেশের হয়ে ১০৪ ওয়ানডেতে ১২৯ উইকেট ও ২৮ টি-টোয়েন্টিতে ২৮ উইকেট নিয়েছেন রুবেল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close