ক্রীড়া ডেস্ক

  ৩০ মার্চ, ২০২০

৪ মাস বেতন নেবেন না রোনালদোরা

করোনাভাইরাসের ভয়াবহতায় স্তব্ধ গোটা বিশ্ব। ইউরোপে এর প্রকোপ সবচেয়ে বেশি। যার মধ্যে অন্যতম ইতালি। এই পরিস্থিতিতে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের আর্থিক ক্ষতির কথা বিবেচনা করে চার মাসের বেতন না নেওয়ার ঘোষণা দিয়েছেন ক্লাবটির ফুটবলাররা। এ তালিকায় পর্তুগিজ তারকা রোনালদো এবং আর্জেন্টাইন স্ট্রাইকার দিবালাও আছেন।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে এই মুহূর্তে সব ধরনের ফুটবল বন্ধ রয়েছে। এর ফলে আর্থিক ক্ষতির মুখে পড়েছে ক্লাবগুলো। এমন পরিস্থিতিতে চার মাসের বেতন ছেড়ে দিয়েছেন জুভেন্টাসের ফুটবলার ও সব কোচিং স্টাফ। এতে করে প্রায় ৯০ মিলিয়ন ইউরো বেঁচে যাবে জুভেন্টাসের। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৮৫৩ কোটি টাকা।

এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে জুভেন্টাস কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি মার্চ, এপ্রিল, মে ও জুন মাসের বেতন নেবেন না কোনো ফুটবলার ও কোচিং স্টাফ। ক্লাবের ক্ষতি পুষিয়ে দিতেই তাদের এই সিদ্ধান্ত। ক্লাবের পক্ষ থেকে কঠিন সময় এমন সিদ্ধান্ত নেওয়ায় সকল খেলোয়াড় এবং কোচদের কৃতজ্ঞতা জানানো হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close