reporterঅনলাইন ডেস্ক
  ১৭ জানুয়ারি, ২০২০

অনিশ্চিত রাশফোর্ড

ইংলিশ এফএ কাপের তৃতীয় রাউন্ডে জয় পেলেও ম্যানচেস্টার ইউনাইটেডের দুশ্চিন্তা বাড়াল মার্কাস রাশফোর্ডের চোট। পরশু রাতে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে উলভারহাম্পটনকে ১-০ গোলে পারজিত করে ম্যানইউ।

রেড ডেভিলদের হয়ে জয়সূচক গোলটি করেন হুয়ান মাতা। তবে ম্যাচ শেষ হওয়ার ১০ মিনিট আগে রাশফোর্ডের মাঠ ছাড়ার প্রসঙ্গটাই অস্বস্তিতে রাখছে ইউনাইটেড কোচ ওলে গুনার সোলশারকে। কেননা, আগামী রোববারই ইংলিশ প্রিমিয়ার লিগের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে লিভারপুলের মুখোমুখি হতে চলেছে তার শিষ্যরা।

পরশু রাতের ম্যাচে রাশফোর্ডকে প্রথম একাদশে রাখেননি সোলশার। কিন্তু প্রথমার্ধ গোলশূন্য থাকায় দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে রাশফোর্ডকে আক্রমণে আনেন তিনি।

তবে ৮০ মিনিটের মাথায় পিঠের চোটে কাবু হয়ে পড়ায় খেলা চালিয়ে যেতে পারেননি রাশফোর্ড। সোলশার অবশ্য আশাবাদী, লিভারপুল ম্যাচের আগেই সুস্থ হয়ে উঠবেন ২২ বছর বয়সি ইংলিশ তারকা। সূত্র : স্কাই স্পোর্টস

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close