ক্রীড়া ডেস্ক

  ১৭ নভেম্বর, ২০১৯

ইন্দোরের বদলা সাভারে

ইন্দোর টেস্টে ভারতের বিপক্ষে নাস্তানাবুদ হলো বাংলাদেশ। ভারত প্রথম ইনিংসে ৬ উইকেটে ৪৯৩ রান তোলে। বাংলাদেশ দুই ইনিংস মিলিয়েও সেই রান তুলতে পারেনি। হেরেছে ইনিংস ও ১৩০ রানের বিশাল ব্যবধানে। ভারতের হাতে সিনিয়রদের এভাবে নাজেহাল হওয়াটা বোধহয় সহ্য হয়নি সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্তদের। এশিয়ান ইমার্জিং কাপে ভারতকে গতকাল ৬ উইকেটে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। গ্রুপের প্রথম ম্যাচে হংকংকে ৯ উইকেটে হারিয়েছিল উদীয়মানরা।

সাভারের বিকেএসপিতে দুর্দান্ত বাংলাদেশের সামনে কাল সেভাবে দাঁড়াতেই পারেনি ভারত। ম্যাচে ৪৭ বল হাতে রেখে জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। বিকেএসপির ৩ নম্বর মাঠে ভারত প্রথমে ব্যাটিং করতে নামলেও বড় সংগ্রহ গড়তে দেয়নি বাংলাদেশ। সুমন খান, সৌম্য সরকারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ভারত আটকা পড়ে ২৪৬ রানে। ভারতীয় উদীয়মানদের পক্ষে ৯৮ বলে ৮টি চার ৩টি ছয়ে সর্বোচ্চ ১০৫ রান করেন আরমান জাফর।ইমার্জিং টাইগারদের হয়ে ফের দারুণ বোলিং করেছেন সুমন খান। ৪ উইকেট তুলে নিয়েছেন তিনি। এছাড়া সৌম্য সরকার ৫৩ ও তানভির ইসলাম ৩৮ রান খরচায় নিয়েছেন দুটি করে উইকেট।

জবাব দিতে নেমে নাঈম শেখকে (৯ বলে ১৪) দ্রুত হারালেও ভারতকে তেমন কোনো প্রতিরোধই গড়তে দেননি সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় উইকেটে ১৮৬ রান যোগ করেন এ দুজন। অবশ্য তাদের ব্যাটে ম্যাচ বাংলাদেশের হাতের নাগালে আসলেও সেঞ্চুরি পাননি একজনও। সৌম্য সরকার ৬৮ বল খেলে ৭টি চার ও ৩টি ছক্কায় ৭৩ রান করে আউট হয়েছেন। টুর্নামেন্টে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া শান্ত ৮৮ বলে ১৪টি চার ও ২টি ছয়ে ৯৪ রানে ফিরেছেন। তাদের বিদায়ের পর বাকি কাজটুকু সেরেছেন আফিফ হোসেন ধ্রুব (৩৪*)।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close