ক্রীড়া ডেস্ক

  ১২ অক্টোবর, ২০১৯

প্রীতির দলের হেড কোচ কুম্বলে

ঘর বদলালেন অনিল কুম্বলে। বদলে গেল তার ভূমিকাও। আগামী মৌসুমে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি কিংস ইলেভেন পাঞ্জাবের হেড কোচ হিসেবে কাজ করতে দেখা যাবে ভারতের এই সাবেক অধিনায়ককে।

কিংস ইলেভেনের দায়িত্ব ছেড়ে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পরিচালক হয়েছেন মাইক হেসন। তার জায়গায় কুম্বলের সঙ্গে দুই বছরের চুক্তি করেছে প্রীতি জিনতার দল। পরামর্শক হিসেবে কুম্বলেকে আইপিএল দুনিয়া আগে দেখলেও কোচ হিসেবে এবারই আত্মপ্রকাশ ঘটতে চলেছে তার।

এবার কুম্বলের সঙ্গে তারকাখচিত সাপোর্ট স্টাফ কাজ করবেন। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক জর্জ বেইলিকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পাঞ্জাব। ২০১৪ সালে এই বেইলির নেতৃত্বেই প্রথমবার আইপিএলের ফাইনালে উঠেছিল প্রীতির দল। আগামী বছর কুম্বলের ডেপুটি হিসেবে কাজ করবেন বাংলাদেশের সাবেক স্পিন বোলিং কোচ সুনীল জোশি। ফিল্ডিং কোচ হয়েছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি জন্টি রোডস।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close