ক্রীড়া প্রতিবেদক

  ০৪ আগস্ট, ২০১৯

যেখানে শুরু সেখানেই শেষ!

বিশ্বকাপের পরই ক্রিকেট থেকে অবসর নেবেনÑ এমন গুঞ্জন শোনা গিয়েছিল টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে নিয়ে। পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানান, ঘরের মাঠেই কোনো সিরিজ আয়োজন করে বীরের বেশে মাশরাফিকে বিদায় জানানো হবে। সেটা হতে পারে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিরুদ্ধে ওয়ানডে সিরিজটি। যদিও সেটার জন্য তাকিয়ে থাকতে হচ্ছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির দিকে।

২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়েই দেশের জার্সিতে ক্যারিয়ার শুরু করেছিলেন মাশরাফি। সেই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়েই তাকে বিদায় জানানোর চিন্তা করছে বিসিবি।

আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী, আগামী বছর আয়ারল্যান্ড ছাড়া কোনো ওয়ানডে সিরিজ নেই বাংলাদেশের। তবে বিসিবি মনে করছে, মাশরাফি হয়তো চলতি বছরেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলতে চাচ্ছেন। আর তাই ম্যাশের বিদায়ী সিরিজটা এ বছরই ঘরের মাঠে আয়োজন করতে চাচ্ছে বিসিবি। যেহেতু মাশরাফি এখন শুধু ৫০ ওভারের ক্রিকেটেই দেশকে প্রতিনিধিত্ব করেন, তাই জিম্বাবুয়েকে ত্রিদেশীয় টি-টোয়েন্টিতে অংশ নেওয়ার পাশাপাশি ওয়ানডে খেলারও প্রস্তাব দিয়েছে বিসিবি। কিন্তু কয়েক দিন আগে তাদের বোর্ডে সরকারের হস্তক্ষেপ না থাকায় নিষিদ্ধ করা হয়েছে জিম্বাবুয়ে ক্রিকেটকে (জেডসি)। যার জন্য বিসিবির প্রস্তাবে এখনো সাড়া দেয়নি জিম্বাবুয়ে। আপাতত বিসিবি তাদের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন। তিনি বলেন, ‘মাশরাফির বিদায়ী ম্যাচ আয়োজন নিয়ে আমরা কাজ করব। তবে এর আগে আমরা জিম্বাবুয়ের অংশগ্রহণ নিশ্চিত হওয়ার অপেক্ষায় আছি। সেটি নিশ্চিত হলেই আমরা মাশরাফির বিষয়টি নিয়ে কাজ শুরু করতে পারব।’

আইসিসি জিম্বাবুয়ে ক্রিকেটকে নিষিদ্ধ করলেও যেকোনো ক্রিকেট বোর্ড চাইলে তাদের বিপক্ষে ম্যাচ খেলতে পারবে। ওয়ানডে সিরিজ খেলার ইচ্ছে থাকলেও তাদের মূল সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে অর্থ। আর সে জন্যই সময় নিচ্ছে জিম্বাবুয়ে ক্রিকেট। নিজামউদ্দিন বলেন, ‘গেল বুধবার জিম্বাবুয়ে ক্রিকেটের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজেও অংশ নেওয়ার বিষয়ে চূড়ান্ত মত জানানোর জন্য তারা আরো কিছুদিন সময় চেয়েছে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close