ক্রীড়া ডেস্ক

  ২০ জুলাই, ২০১৯

ক্যানসারের বিরুদ্ধে লড়াই করে অ্যাশেজে চ্যাপেল

ত্বকের ক্যানসারের সঙ্গে লড়াই করেছেন ইয়ান চ্যাপেল। ৭৫ বছর বয়সি সাবেক অস্ট্রেলীয় অধিনায়ক দুঃসংবাদটা নিজেই দিয়েছেন। সঙ্গে যদিও বলেছেন, আগামী মাস থেকে শুরু হতে যাওয়া অ্যাশেজ সিরিজের জন্য টিভি বিশ্লেষকের কাজ করতে পারবেন বলে আশা করছেন।

১৯৬৪ থেকে ১৯৮০, এই সময়কালে দেশের হয়ে ৭৫টি টেস্ট খেলেছেন ইয়ান চ্যাপেল। এরই মধ্যে পাঁচ সপ্তাহ টানা তার ঘাড়, কাঁধ ও বাহুমূলে শক্তি বিকিরণ প্রক্রিয়ায় (রেডিয়েশন) চিকিৎসা হয়েছে। এক ইংরেজি দৈনিককে তিনি বলেন, ‘বয়স ৭০ পেরোলে এক ধরনের ভঙ্গুরতা শরীরকে গ্রাস করবেই। তবে আমার মনে হয়, বছরের পর বছর ত্বকের ক্যানসারের সঙ্গে লড়াই করতে করতে অভ্যস্ত হয়ে উঠেছি। হয়তো তার জন্যই আমার ত্বকে আর কোনো মেলানোমাস টিউমার এখন নেই।’

জানা গেছে, এই মুহূর্তে প্যাথোলজিক্যাল রিপোর্ট অনুযায়ী তার ত্বকে আর সমস্যা নেই। যে কারণে ১ আগস্ট শুরু হতে যাওয়া প্রথম টেস্ট থেকে তিনি হয়তো টিভিতে বিশেষজ্ঞ বিশ্লেষকের কাজ করতে পারবেন। অবশ্য রেডিয়েশন চিকিৎসা চলাকালীনও তিনি সব কাজকর্ম করেছেন। যোগ দিয়েছেন পারিবারিক অনুষ্ঠানে। গত সপ্তাহেই যেমন দুই ভাই গ্রেগ ও ট্রেভরের সঙ্গে পারিবারিক পুনর্মিলন অনুষ্ঠানে স্বশরীরে হাজির ছিলেন। ইয়ান শুরুতে মরণব্যাধিতে আক্রান্ত হওয়ার খবর খুব বেশি কাউকে বলেননি। সব জানিয়েছেন চিকিৎসায় সাড়া পাওয়ার পর, ‘আগে বেশি লোককে অসুখের কথা বলিনি। কারণ রেডিয়েশন চিকিৎসায় কতটা সুরাহা হবে তা নিয়ে নিশ্চিত ছিলাম না। কিন্তু চিকিৎসায় সাড়া মেলার পরে সবাইকে বলেছি। এখন রাতে খুব ক্লান্ত হয়ে পড়ি। ত্বকে জ্বালা ভাবও রয়েছে। এর বাইরে আমি কিন্তু এখন বেশ ভালো আছি, বলেন কিংবদন্তি অজি ক্রিকেটার। যোগ করেছেন, ‘এখন পরিবারের সবাই আমার ক্যানসারের ব্যাপারে অবগত। পুরোনো সতীর্থদের অনেকেই বিষয়টা জেনে গেছে। অনেকেই নিয়মিত ফোন করছে। খোঁজ-খবর রাখছে। সামনে অ্যাশেজ। আমাকে ডাকা হলে টিভিতে কথা বলতে তৈরিই আছি।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close