ক্রীড়া ডেস্ক

  ১৬ মার্চ, ২০১৯

শেষ আটে বার্সার অগ্নিপরীক্ষা

সুইজারল্যান্ডের নিয়নে কাল বিকেল ৫টার সময় উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ আটের ড্র অনুষ্ঠিত হয়। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে পাঁচবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। আর ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস খেলবে আয়াক্সের বিপক্ষে। অন্য দুটি শেষ আটের ম্যাচে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি-টটেনহাম হটস্পার ও লিভারপুল-পোর্তো।

শেষ ষোলোয় ফরাসি ক্লাব লিঁওর মাঠে প্রথম লেগে গোলশূন্য ড্রয়ের পর ফিরতি পর্বে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় বার্সেলোনা। লিওনেল মেসির জোড়া গোলে ৫-১ ব্যবধানে জিতে পরের রাউন্ডে ওঠে কাতালান ক্লাবটি।

ওই ম্যাচে ২ গোল করার পাশাপাশি দুই সতীর্থের গোলেও অবদান রাখেন দারুণ ফর্মে থাকা মেসি। গড়েন ক্লাবের হয়ে টানা ১১ মৌসুমে ৩৫ বা তার বেশি করে গোল করার কীর্তি। চলতি আসরে এখন পর্যন্ত রবার্ত লেভানডস্কির সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ৮টি গোল করেছেন আর্জেন্টাইন তারকা। টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ১০৮ গোল করা পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের ওপর ভর করেই ষষ্ঠবারের মতো ইউরোপ সেরা হওয়ার স্বপ্ন দেখছে কাতালান দলটি।

অন্যদিকে, অসাধারণ এক ঘুরে দাঁড়ানোর গল্প লিখে শেষ আটে ওঠেছে ইউনাইটেড। প্রথম পর্বে পিএসজির কাছে ঘরের মাঠে ২-০ গোলে হেরে গিয়েছিল ইংলিশ ক্লাবটি। কিন্তু প্রতিপক্ষের মাঠে শেষ মুহূর্তের নাটকীয়তায় ৩-১ গোলে জিতে যায় সুলশারের দল। দুই লেগ মিলিয়ে স্কোরলাইন দাঁড়ায় ৩-৩, অ্যাওয়ে গোল বেশি করায় পরের রাউন্ডের টিকিট পায় তিনবারের চ্যাম্পিয়নরা।

দারুণ দুটি প্রত্যাবর্তনের গল্প লিখে কোয়ার্টার ফাইনালে ওঠে জুভেন্টাস ও আয়াক্স। অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে প্রথম পর্বে ২-০ গোলে হেরে কোণঠাসা হয়ে পড়েছিল জুভেন্টাস। তবে ঘরের মাঠে ক্রিশ্চিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে ৩-০ গোলে জিতে দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় ইতালিয়ান চ্যাম্পিয়নরা। টুর্নামেন্টর ইতিহাসে রেকর্ড ১২৪ গোল করা পর্তুগিজ তারকাকে পেয়ে ১৯৯৫-৯৬ মৌসুমের পর আবারও ইউরোপ সেরা হওয়ার স্বপ্ন দেখছে দুইবারের শিরোপাধারীরা।

দুই লেগ মিলিয়ে জার্মান ক্লাব শালকেকে ১০-০ ব্যবধানে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে ইংলিশ চ্যাম্পিয়ন সিটি। জার্মানির আরেক ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডকে দুই লেগেই হারিয়ে মোট ৪-০ ব্যবধানে এগিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠেছে টটেনহাম।

বায়ার্ন মিউনিখের সঙ্গে ঘরের মাঠে ড্র করে কিছুটা পেছনে পড়ে গিয়েছিল গতবারের রানার্সআপ লিভারপুল। তবে ফিরতি পর্বে টানা ছয়বারের বুন্ডেসলিগা চ্যাম্পিয়নদের তাদেরই মাঠে ৩-১ গোলে উড়িয়ে এগিয়ে যায় টুর্নামেন্টের পাঁচবারের চ্যাম্পিয়নরা। দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে এগিয়ে পরের রাউন্ডে ওঠে পোর্তো। বিদায় নেয় রোমা। ায়ার্টার-ফাইনালের প্রথম লেগ হবে ৯ ও ১০ এপ্রিল। আগামী ১ জুন অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠ ওয়ান্ডা মেট্রোপলিটানোতে হবে ।

কোয়ার্টারে মুখোমুখি

জুভেন্টাস-আয়াক্স

লিভারপুল-পোর্তো

টটেনহাম-ম্যানসিটি

বার্সেলোনা-ম্যানইউ

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close