ক্রীড়া প্রতিবেদক

  ১৮ ফেব্রুয়ারি, ২০১৯

স্মিথের সেঞ্চুরি

যুবাদের সামনে বড় লক্ষ্য

প্রথম ইনিংসে দারুণ খেলেও সেঞ্চুরি পাননি ১০ রানের জন্য। দ্বিতীয় ইনিংসে সেই আক্ষেপ আর রাখলেন না জেমি স্মিথ। ইংলিশ ব্যাটসম্যান এবার ঠিকই পেয়েছেন শতরানের দেখা। তার আগ্রাসী সেঞ্চুরিতে যুব টেস্টে বাংলাদেশকে কঠিন চ্যালেঞ্জে ঠেলে দিয়েছে ইংল্যান্ড।

চট্টগ্রামে দ্বিতীয় যুব টেস্টের প্রথম ইনিংসে বড় লিডের পর দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ২২৩ রানে ইনিংস ঘোষণা করেছে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। ১০৬ বলে ১০৪ রানের ইনিংস উপহার দিয়েছেন স্মিথ।

প্রথম ইনিংসে ইংলিশদের ১০৯ রানের লিড মিলিয়ে শেষ ইনিংসে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সামনে লক্ষ্য ৩৩৩ রান। বাংলাদেশ কাল তৃতীয় দিন শেষ করেছে ১ উইকেটে ৩৪ রানে।

বাংলাদেশের হতাশা শুরু সকালে ব্যাটিং দিয়ে। ৬ উইকেটে ১৯৪ রান নিয়ে দিন শুরু করা দল বাকি ৪ উইকেটে যোগ করতে পারে আর মাত্র ৩৪ রান। ৬২ রানে অপরাজিত মাহমুদুল হাসান আউট হন ৭৪ রানে। ইংলিশ পেসার কেসি অলড্রিজ নেন ৪ উইকেট।

বড় লিডের পর ব্যাট করতে নেমে ইংলিশদের শুরুটা ছিল মন্থর। প্রথম ৭ ওভারে আসে ১০ রান। তাতেও উইকেট ধরে রাখা যায়নি। আসাদউল্লাহ গালিব ফিরিয়ে দেন ২ ইনিংস ওপেনারকে।

কিন্তু স্মিথ নেমেই পাল্টে দেন পুরো চিত্র। তার ব্যাটে দ্রুত বাড়তে থাকে দলের রান। আরেক পাশ থেকে লম্বা সময় সঙ্গী পাননি কাউকে। তাতে দমে না গিয়ে ছুটেছেন দারুণ গতিতে। শেষ পর্যন্ত আউট হয়েছেন ৯ চার ও ৪ ছক্কায় ১০৪ রান করে।

সাতে নেমে দলের দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ বলে ৩০ রান করেছেন উইকেটকিপার জর্ডান কক্স। আগের যুব টেস্টে বাংলাদেশের জয়ের নায়ক বাঁ-হাতি স্পিনার মিনহাজুর রহমান ৪ উইকেট নিয়েছেন, তবে ইংলিশদের বড় লিড ঠেকাতে পারেননি।

কঠিন রান তাড়ায় বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান দ্রুত গতিতে শুরু করেছেন। কিন্তু দিনের শেষ ওভারে আউট হয়েছেন আরেক ওপেনার অমিত হাসান। দিন শেষে তানজিদ অপরাজিত ২৩ বলে ২৮ রানে। শেষ দিনে ইংল্যান্ডের প্রয়োজন ৯ উইকেট, বাংলাদেশের ২৯৯ রান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close