ক্রীড়া ডেস্ক

  ২২ জানুয়ারি, ২০১৯

হিগুয়েনের জন্য এত টাকা!

সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ ক্রিশ্চিয়ানো রোনালদো আসাতে জুভেন্টাস ছেড়ে ধারে এসি মিলানে চলে গেছেন গঞ্জালো হিগুয়েন। তবে সান সিরোতে খুব একটা ফর্মে নেই তিনি। তবু ইউরোপের বড় বড় ক্লাবের আগ্রহ কমেনি এখনো তার প্রতি। ইতালি ও ইংল্যান্ডের সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, চেলসিতে সাবেক গুরু সারির সঙ্গে যোগ দিতে যাচ্ছেন আর্জেন্টাইন এই তারকা। শুধু তা-ই নয়, পিপিতো যে বেতনে দলে ভেড়ানো হচ্ছে, সেটি শুনলে চমকে দেওয়ার মতোই। সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সপ্তাহে হিগুয়েনের বেতন হতে পারে দুই লাখ সত্তর হাজার পাউন্ড! এত বেতনে মধ্যবর্তী দলবদলে তাকে কোনো ক্লাব দলে নেবেÑ এমনটা বিশ্বাস করা অনেকের জন্যই কষ্ট হয়ে যাচ্ছে। মিলানে যে এর অর্ধেক বেতন পেতেন হিগুয়েন। অথচ চলতি মৌসুমে সিরিএ লিগে ১৫ ম্যাচে মিলানের হয়ে এখন পর্যন্ত তার গোল সংখ্যা ৬টি। মৌসুমে ২২ ম্যাচ খেলে করেছেন ৮ গোল। অবশ্য জাতীয় দলের চেয়ে ভালো ফর্মেই আছেন। আর্জেন্টিনার হয়ে গত দুই বছর একটি গোলের দেখাও পাননি হিগুয়েন। হিগুয়েনের স্টামফোর্ডে আনতে পারলে চেলসির অবশ্য খুশিই হওয়ার কথা। এই মৌসুমে তাদের দুই স্ট্রাইকারের পারফরম্যান্স বেশ হতাশাজনক। আলভারো মোরাতা লিগে এখন পর্যন্ত ১৬ ম্যাচে করেছেন ৫ গোল। অন্যদিকে অলিভিয়ের জিরু ১৮ ম্যাচে করেছেন মাত্র ১ গোল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close