ক্রীড়া ডেস্ক

  ১২ ডিসেম্বর, ২০১৮

‘সর্বত্র বর্ণবৈষম্য’

চেলসি তাদের চার সমর্থককে নিষিদ্ধ করেছে কাল। গত শনিবার ঘরের মাঠ স্টামেফোর্ড ব্রিজে ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাঠে নেমেছিল চেলসি। ম্যাচটিতে ব্লুজরা ২-০ গোলের জয়ে সিটিজেনদের উপহার দিয়েছে মৌসুমের প্রথম হার। ম্যাচ চলাকালেই সিটি ফরওয়ার্ড রহীম স্টার্লিংকে স্টেডিয়াম থেকে বর্ণবিদ্বেষী মন্তব্য করে চেলসির চার সমর্থক। ২৪ বছর বয়সী ইংলিশ তারকা তা অবহিত করেন কর্তৃপক্ষকে। তার কারণে চার সমর্থককে স্টামফোর্ডে নিষিদ্ধ করেছে চেলসি। ঘটনাটি তলিয়ে দেখছে চেলসি কর্তৃপক্ষ। নিজেদের ‘পূর্ণ সমর্থনে’ বিষয়টি তারা তুলে দিয়েছে পুলিশের হাতে। চেলসি তাদের এক অফিশিয়াল বিবৃতিতে বলেছে, ‘চেলসি ফুটবল ক্লাব সব প্রকার বৈষম্যমূলক আচরণ ঘৃণা করে।’ ক্লাবটি আরো জানায়, ‘আমরা অভিযুক্তদের শাস্তি হোক তার আমরা পূর্ণভাবে সমর্থন করি।’ তবে বর্ণবাদের ঘটনায় স্টার্লিং পাশে পেয়েছেন কোচ পেপ গার্দিওলাকে। সিটিজেনদের কোচ বলেন, ‘সর্বত্র বর্ণ বৈষম্য, এটা কেবল ফুটবলে নয়।’ গার্দিওলার এই ব্যাপারে আওয়াজ তোলার আহ্বান জানিয়ে বলেন, ‘বর্ণ বৈষম্যের ব্যাপারে আমাদের লড়াই করতে হবে যাতে সবাইকে একটা সুন্দর ভবিষ্যৎ দেওয়া যায়।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close