ক্রীড়া ডেস্ক

  ১১ ডিসেম্বর, ২০১৮

কোহলির অসাধারণ কীর্তি

দীর্ঘ এক দশকের বেশি সময় পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ম্যাচ জিতেছে ভারত। অ্যাডিলেডে সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৩১ রানে হারিয়েছে কোহলির ভারত। এই ম্যাচ জিতে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি দারুণ একটি রেকর্ড গড়েছেন। উপমহাদেশের প্রথম অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট ম্যাচ জয়ের স্বাদ নিলেন কোহলি।

এর আগে ইংল্যান্ডের মাটিতে ট্রেন্টব্রিজ টেস্ট জিতে অধিনায়ক হিসেবে ভারতকে ২২তম টেস্ট জিতিয়ে ভারতের দ্বিতীয় সেরা অধিনায়ক হয়েছিলেন কোহলি। তখন টপকে গিয়েছিলেন সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীকে। এবার অ্যাডিলেড টেস্ট জিতে নিজেকে অন্য এক উচ্চতায় নিয়ে গেছেন। অ্যাডিলেড টেস্ট জিতে উপমহাদেশের প্রথম টেস্ট অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট জিতলেন কোহলি। এর আগে অনেক কিংবদন্তি অধিনায়ক পারেননি এই কীর্তি গড়তে। অস্ট্রেলিয়ার মাটিতে ভারত সর্বশেষ টেস্ট জিতেছিল ২০০৮ সালে পার্থে। এক দশকের বেশি সময় পর এই ২০১৮ সালে এসে আবার ম্যাচ জিতেছে ভারত। ৪ ম্যাচের টেস্ট সিরিজে ভারত এগিয়ে গেছে ১-০ ব্যবধানে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close