ক্রীড়া ডেস্ক

  ২৮ নভেম্বর, ২০১৮

পিকের জরিমানা

দীর্ঘ আট মাস ধরে পুলিশের চোখে ধূলো দিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন। অবশেষে ধরা পড়ে শাস্তির মুখে পড়তে হলো বার্সেলোনার তারকা ফুটবলার জেরার্ড পিকেকে। বাতিল ড্রাইভিং লাইসেন্সের গাড়ি চালানোর দায়ে তাকে গুনতে হচ্ছে মোটা অঙ্কের জরিমানা।

বার্সেলোনার রাস্তায় ট্রাফিক পুলিশের রুটিন লাইসেন্স যাচাইয়ে ধরা পড়ে যান পিকে। ফলে আর পাঁচজন সাধারণ নাগরিকের মতোই বার্সা তারকা পিকের বিরুদ্ধে ট্রাফিক আইনে

অভিযোগ দায়ের করে পুলিশ। পরশু বিচারকের সামনে হাজির হতে হয় পিকেকে। সেখানেই তার শাস্তি বিধান হয়।

বাতিল লাইসেন্সে গাড়ি চালানো প্রতিটা দিনের জন্য জরিমানা করা হয় পিকেকে। প্রতিদিন ২০০ ইউরো করে, অর্থাৎ সব মিলিয়ে মোট ৫০ হাজার ইউরো জরিমানা গুনতে হচ্ছে বার্সা তারকাকে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close