ক্রীড়া ডেস্ক

  ১৮ নভেম্বর, ২০১৮

মেসি-পগবার বৈঠক

ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হোসে মরিনহোর সঙ্গে পল পগবার দ্বন্দ্ব অনেক আগে থেকেই। পর্তুগিজ এই কোচের সঙ্গে বিশ্বকাপজয়ী তারকার সমস্যা নিয়ে বেশ কিছুদিন ধরেই ইংলিশ গণমাধ্যমগুলোতে সংবাদ প্রকাশ হয়ে আসছিল। এমনটাও গুঞ্জন রয়েছে নিজের ‘আইকন’ লিওনেল মেসির সঙ্গে খেলতে বার্সেলোনায় যোগ দিচ্ছেন এই ফরাসী মিডফিল্ডার। এবার সেই গুঞ্জনের পালে নতুন হাওয়া লেগেছে। দুজনকে সংযুক্ত আরব আমিরাতে একসঙ্গে দেখা গেছে। আর্জেন্টাইন মহাতারকার পাশে পগবার ছবি-ভিডিও এখন ভাইরাল। দ্য মিরর জানিয়েছে, রেড ডেভিল সমর্থকরা তো এই আড্ডাকেই পগবার বার্সা যাত্রার দরজা হিসেবে উল্লেখ করছেন।

বিশ্বকাপের পর আর্জেন্টিনা জাতীয় দল থেকে সাময়িক অবসর নিয়েছেন মেসি। আন্তর্জাতিক ম্যাচ খেলতে বিশ্বের বিভিন্ন দলগুলো ব্যস্ত সময় পার করলেও ছুটি কাটাতে দুবাইতে অবস্থান করছেন মেসি। অন্যদিকে চোটের কারণে গত সপ্তাহে হওয়া ম্যানচেস্টার ডার্বিতে ছিলেন না পগবা। একই কারণে বাদ পড়েছেন ফ্রান্স জাতীয় দল থেকেও। এই ফাঁকে পছন্দের খেলোয়াড়ের সঙ্গে সময় কাটিয়েছেন ২৬ বছর বয়সী এই তারকা। বিশ্বকাপের পরপর মৌসুম শুরু হবার আগে থেকেই দলবদলের সংবাদগুলোতে পগবার নাম বার্সার সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছিল। সে সময় বলা হয়েছিল, ম্যানইউর এই মিডফিল্ডারকে ১০০ মিলিয়ন পাউন্ড দিতে প্রস্তুত বার্সা। দুবাইয়ের একটি তুর্কি রেস্টুরেন্টে তাদের এই বৈঠক ভবিষ্যৎ কী সেটা সময়ই বলে দিবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close