ক্রীড়া প্রতিবেদক

  ০১ নভেম্বর, ২০১৮

সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবল

আজ বাংলাদেশের সামনে ভারত

সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপে আজ ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। নেপালের আনফা কমপ্লেক্সে অনুষ্ঠিতব্য ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা পৌনে এগারোটায়। কিন্তু এই ম্যাচের আগে প্রস্তুতিটা ভালোই হয়েছে বাংলাদেশের। গ্রুপপর্বের দুই ম্যাচে দেশের কিশোরেরা গোল করেছেন ১১টি। মালদ্বীপকে গোলবন্যায় ভাসানোর পর নেপালের বিপক্ষে ২-১ ব্যবধানের জয়। এই দুটি জয় আত্মবিশ্বাসী করে তুলেছে বাংলাদেশকে।

গ্রুপপর্বে ভারত গোল করেছে ৫টি। বাংলাদেশ গোল হজম করেছে মাত্র একটি; ভারত দুটি। তবু শেষ চারের প্রতিপক্ষ ভারতকে সমীহ করছেন বাংলাদেশ কোচ মোস্তফা আনোয়ার পারভেজ। কাল ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘সেমিফাইনাল আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ভারত শক্তিশালী দল। আমাদের পাকিস্তান-ভারত ম্যাচ দেখার সুযোগ হয়েছিল। ওই ম্যাচ থেকে আমরা ভারতের খেলা সম্পর্কে কিছু ধারণা পেয়েছি।’

বাংলাদেশ কোচ আরো বলেছেন, ‘দলে কোনো ইনজুরি সমস্যা নেই। দল চাঙা আছে। ভারতের যে ম্যাচ দেখেছি সেই অনুযায়ী ম্যাচের পরিকল্পনা তৈরি করেছি। আজ (বুধবার) সেই পরিকল্পনা অনুযায়ী কাজও করেছি। আশা করছি ভারতকে হারিয়ে আমরা ফাইনালে উঠতে পারব।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close