ক্রীড়া প্রতিবেদক, দুবাই থেকে

  ২৩ সেপ্টেম্বর, ২০১৮

ঘুরে দাঁড়ানোর প্রতিশ্রুতি

বিশ্রামে জন্য ১২ ঘণ্টাও সুযোগ পায়নি বাংলাদেশ দল। গ্রুপ পর্বের আনুষ্ঠানিকতা সেরেই নেমে পড়তে হয়েছিল সুপার ফোরের মিশনে। ঠিক যেন আফগানিস্তান ম্যাচের পুনরাবৃত্তি করেছে টাইগাররা। বাজে ব্যাটিংয়ের মাশুল মাশরাফিদের দিতে হয়েছে আরো একটি বিশাল হারে। পরশু ভারতের কাছে সাত উইকেটে হেরে যাওয়ায় ফাইনালে ওঠাটা কঠিন থেকে কঠিনতর হয়ে উঠেছে।

আবুধাবিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের কাছে ১৩৬ রানে হারতে হয়েছে বাংলাদেশকে। আজ একই ভেন্যুতে এই আফগানদের বিপক্ষেই বাঁচা-মরার লড়াইয়ে নামছেন মাশরাফিরা। হারলেই শিরোপা স্বপ্ন জলাঞ্জলি দিতে হবে। জিতলে আশা থাকবে ফিফটি ফিফটি। পরশু দুবাইতে ভারতের কাছে হারের পর সংবাদ সম্মেলনে হারের পর আশার বাণী শুনিয়েছেন বাংলাদেশ দলপতি মাশরাফি।

কাল টিম হোটেলে সংবাদ সম্মেলনে সম্ভাবনার কথা বলেছেন সহঅধিনায়ক সাকিব আল হাসানও। এজন্য অতীত থেকে প্রেরণা খুঁজে নিচ্ছেন বিশ্ব সেরা অলরাউন্ডার। বলেছেন, ‘আমরা আগেও এমন পরিস্থিতিতে পড়েছি এবং ফিরে এসেছিলাম। আমাদের সেই সামর্থ্য আছে। চেষ্টা করব স্বাভাবিক ক্রিকেটটা খেলতে। যদিও এই অবস্থায় এটা কঠিন। আমাদের বিশ্বাস আমরা ঘুরে দাঁড়াতে পারব।’

হার দিয়ে সুপার ফোরের মিশন শুরু করেছে আফগানিস্তানও। পরশু পাকিস্তানের কাছে সাত উইকেটে হারায় ফাইনালে যাওয়ার পথটা বন্ধুর হয়ে গেছে তাদের জন্যও। আজ হারলে বিদায় ঘণ্টা বাজতে শুরু করবে আফগানদের। দুটো দলকেই তাই দিতে হবে অগ্নিপরীক্ষা। এ ম্যাচে ফেভারিট কোনো দল এমন প্রশ্নের উত্তরে সাকিব অবশ্য কুটনৈতিক উত্তর দিলেন, ‘এখন যদি ছন্দের কথা ভাবি তাহলে অবশ্যই আফগানিস্তান ভালো ক্রিকেট খেলছে এই টুর্নামেন্টে। কিন্তু আমি বিশ্বাস যে ওদের চেয়ে আমরা ভালো দল। আমাদের সেভাবেই পারফর্ম করতে হবে।’

আত্মবিশ্বাসী কণ্ঠেই কথাগুলো বলেছিলেন টাইগারদের সহঅধিনায়ক। একটা পর্যায়ে তিনি বাংলাদেশকেই এগিয়ে রাখলেন। এর স্বপক্ষে যুক্তিও দেখিয়েছেন সাকিব। বলেছেন, ‘ওদের চেয়ে আমরা বেশি জিতেছি। বড় দলগুলোর বিপক্ষে অনেক ম্যাচ জিতেছি। র‌্যাঙ্কিংয়েও আমরা ওদের চেয়ে এগিয়ে। স্বাভাবিকভাবেই আমরা আফগানিস্তানের চেয়ে এগিয়ে আছি।’

পরিসংখ্যান, ফরম্যাট, অভিজ্ঞতা- এসব বিবেচনায় নিজেদের এগিয়ে রাখলেও বাংলাদেশ দলকে ভাবিয়ে তুলেছে ব্যাটসম্যানদের ব্যর্থতা। এশিয়া কাপের শেষ দুটোই ম্যাচেই ব্যাটসম্যানদের কান্ডজ্ঞানহীন ব্যাটিং টাইগারদের খাদের কিনারায় নিয়ে দাঁড় করিয়েছে। এই পরিস্থিতি থেকে ফিরে আসতে টপ মিডল এবং লোয়ার তিন বিভাগেই উন্নতি করতে হবে বলে মনে করছেন সাকিব।

কাল সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘সব জায়গাতেই উন্নতি করা দরকার। এটা সত্যি আমরা আমরা কোথাও ভালো ব্যাটিং করিনি। শ্রীলঙ্কার বিপক্ষে একজনের ইনিংস ছাড়া আমরা কেউ ভালো ব্যাটিং করিনি। পরপর তিনটি ম্যাচে ব্যাটিংয়ে আমরা খারাপ খেলেছি। যা চিন্তার বিষয়। এই জায়গাতে আমাদের উন্নতি করার সুযোগ আছে। শুধু টপ অর্ডার নয়, মিডল অর্ডার এবং লো অর্ডারেও উন্নতি দরকার।’

ব্যাটসম্যানদের এই ব্যর্থতার কারণে দেশ থেকে আরব আমিরাতে উড়িয়ে আনা হয়েছে দুই বাঁ-হাতি ব্যাটসম্যান সৌম্য সরকার এবং ইমরুল কায়েসকে। চোট নিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া ওপেনার তামিম ইকবালের পরিবর্তিত হিসেবে এদের একজন আজ ঢুকে পড়বেন একাদশে। এখন প্রশ্ন হচ্ছে এতদিন আরব আমিরাতের কঠিন কন্ডিশনে থেকে ভালো ব্যাটিং করতে পারেননি সাকিব, রিয়াদরা।

ওদিকে যে দুইজন দলে ঢুকেছেন তারাও তো বাদ পড়েছিলেন ফর্মহীনতার কারণে। সেখানে মরুর দেশের এই কঠিন কন্ডিশনে সৌম্য-ইমরুলের ব্যাটে ভালো কিছুর আশা করাটাও অমূলক। সাকিব অবশ্য অতদূর ভাবছেন না। সোজাসুজি বলে দিলেন, ‘দেখা যাক কী হয়। এখন তো কারো না কারোর ওপর ভরসা রাখতে হবে। চেষ্টা করব যাতে কারোর ওপর ভরসা না করা লাগে। ইনশাল্লাহ তারা সেটা করতে পারবে না।’

মুখোমুখি

ওয়াডে এশিয়া কাপ টি২০

বাংলাদেশ ৩ ১ ১

আফগানিস্তান ৩ ২ ৩

৬ ৩ ৪

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close