ক্রীড়া ডেস্ক

  ২৫ জুন, ২০১৮

সমালোচনার জবাব দিলেন ওজিল

প্রথম ম্যাচে মেক্সিকোর বিপক্ষে হারের পর সমালোচনা শুরু হয় জার্মানিকে নিয়ে। যেকোনো খেলোয়াড়ের চেয়ে মেসুত ওজিলের পারফরম্যান্স নিয়ে সমালোচনাটা একটু বেশিই করে জার্মান ভক্তরা। সেই সমালোচনার জেরে ওজিলকে সুইডেনের বিপক্ষে ম্যাচের প্রথম একাদশে দলে রাখেননি জার্মান কোচ জোয়াকিম লো।

পরশু বাঁচা মরার লড়াইয়ে সুইডেনকে ২-১ গোলে হারায় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে মার্কো রেউস ও অতিরিক্ত সময়ে টনি ক্রুসের করা গোলে জয় পায় জার্মানি। এই জয়ের ফলে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার আশা বাঁচিয়ে রাখল জোয়াকিম লো দল। সুইডেনের বিপক্ষে জেতার পর সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক টুইটে তাকে করা সমালোচনার জবাব দেন ওজিল। মার্কো রেউসের সঙ্গে নিজের একটি ছবি দিয়ে তিনি লেখেন, ‘অসাধারণ জয়! তারা যা কিছুই বলুক না কেন মাঠ ও মাঠের বাইরে আমরা সবাই এক হয়ে খেলি।’

রাশিয়া বিশ্বকাপ শুরু হওয়ার আগ থেকেই ওজিলকে নিয়ে চলছে তর্ক-বিতর্ক। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ানের সঙ্গে ছবি তুলে রীতিমতো বিতর্কের জন্ম দেন তিনি। তারপর মেক্সিকোর বিপক্ষে ম্যাচে জাতীয় সংগীত না গাওয়া ও দর্শকদের প্রতি সম্মান না দেখানোয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রচুর সমালোচনার শিকার হতে হয় তাকে।

এমনকি তার জার্মানি দলে খেলা নিয়েও প্রশ্ন করেছিলেন জার্মান কিংবদন্তি লোথার ম্যাথিউস। তিনি বলেছিলেন, জার্মানির জার্সিতে খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করছে না ওজিল।

২৭ জুন দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গ্রুপের ম্যাচে খেলবে জার্মানি। সেই ম্যাচে ওজিল খেলবে কিনা সেটা নির্ভর করছে জার্মান কোচ জোয়াকিম লোর ওপর।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist