ক্রীড়া ডেস্ক

  ০৪ মে, ২০১৮

বিশ্ব একাদশে যুক্ত হলেন কার্তিক-পান্ডিয়া

গত বছরের সেপ্টেম্বরে হারিকেন ইরমা ও মারিয়ার আঘাতে লন্ডভন্ড হয়ে যায় ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দুই স্টেডিয়াম। মূলত স্টেডিয়াম দুইটির সংস্কারে তহবিল গঠনের লক্ষ্যে এই ম্যাচ আয়োজন করছে আইসিসি। ম্যাচটিকে এরই মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টির মর্যাদাও দেওয়া হয়েছে। ইংল্যান্ডের লর্ডসে ৩১ মে একটি চ্যারিটি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। সেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকবে আইসিসি বিশ্ব একাদশ। টি-টোয়েন্টি এই ম্যাচের জন্য ওয়েস্ট ইন্ডিজ দল আগেই চূড়ান্ত করা হয়েছে। তবে বিশ্ব একাদশে খেলোয়াড় অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে । এবার বিশ্ব একাদশের তালিকায় যুক্ত হয়েছেন ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও উইকেটরক্ষক ব্যাটসম্যান দিনেশ কার্তিক। তাদের দুইজনের খেলার বিষয়টি কাল এক ই-মেইল বার্তায় জানিয়েছে আইসিসি। তার আগে পাকিস্তানের শহিদ আফ্রিদি, শোয়েব মালিক, বাংলাদেশের সাকিব আল হাসান, তামিম ইকবাল, শ্রীলঙ্কার অলরাউন্ডার থিসারা পেরেরা ও আফগানিস্তানের রশিদ খান বিশ্ব একাদশের হয়ে খেলার বিষয়টি নিশ্চিত করেছেন। ক্রিকেট বিশ্বের আরো বড় বড় তারকার নাম যুক্ত হওয়ার অপেক্ষায় আইসিসি। বিশ্ব একাদশকে নেতৃত্ব দেবেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ান মরগান।

কাল পর্যন্ত বিশ্ব একাদশের স্কোয়াড : ইয়ান মরগান (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, রশিদ খান, শহিদ আফ্রিদি, শোয়েব মালিক, থিসারা পেরেরা, হার্দিক পান্ডিয়া ও দিনেশ কার্তিক।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist