ক্রীড়া ডেস্ক

  ২৭ এপ্রিল, ২০১৮

আবারও টি-টেন ক্রিকেট লিগ

টি-টোয়েন্টির জয়জয়কারের দিনে গত বছর শারজায় আয়োজিত হয়েছিল প্রথমবারের মতো টি-টেন ক্রিকেট। সেবার নতুন টুর্নামেন্টটিতে অংশগ্রহণ করেছিল মাত্র ছয়টি দল। অনেক কুলীন ক্লাব ক্রিকেটের ভবিষ্যতের কথা চিন্তা করে টুর্নামেন্টটিতে অংশগ্রহণ করেনি। তবে তাতে দমে যায়নি আয়োজক কমিটি।

চলতি বছরের নভেম্বরে দ্বিতীয়বারের মতো তারা আয়োজন করতে যাচ্ছে টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট। গতবারের চেয়ে দুই দল বেড়ে এবার মোট অংশগ্রহণকারী দল হবে আটটি। কয়েকদিন আগেই একশ বলের ক্রিকেট আয়োজনের কথা নিয়ে আলোচনা ছিল ক্রিকেট বিশ্বে। ক্রিকেটের একেকটা নতুন সংস্করণে টি-টেন ক্রিকেট দর্শকদের কাছে জনপ্রিয়তা পাবে বলে মনে করেন আয়োজকরা। গতবারের আয়োজনের সফলতায় সেই আত্মবিশ্বাসই জোগাচ্ছে তাদের। মূলত পুরো বিশ্বে ক্রিকেটকে ছড়িয়ে দেওয়া ও জনপ্রিয়তার জন্যই এই আয়োজন বলে জানিয়েছেন টি-টেন ক্রিকেটের আয়োজকরা। টুর্নামেন্টের নাম টি-টেন করা হয়েছে ১০ ওভারের জন্য।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist