ক্রীড়া ডেস্ক

  ২২ মার্চ, ২০১৮

মেসিদের জার্র্সির বিচিত্রতা

দরজায় কড়া নাড়ছে রাশিয়া বিশ্বকাপ। আগামী ১৪ জুন মাঠে গড়াবে বিশ্বকাপ প্রথম ম্যাচ। শেষ সময়ের প্রস্তুতি সারছে দলগুলো। বিশেষ উপলক্ষ, তাই প্রতিটি দলই বিশ্বকাপের জার্সিতে বিশেষত্ব রাখারই চেষ্টা করে। সেই বিশেষ জার্সির নকশাও তৈরি হয়ে গেছে। সম্প্রতি লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, জাতীয় দলের এই জার্সি পরেই টুইটার ছবি পোস্ট দিয়েছেন।

রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনার চিরায়ত আকাশি-সাদা রঙের ‘হোম’ জার্সি থাকছেই। তার সঙ্গে ‘সেকেন্ড কিট’ হিসেবে যোগ হয়েছে কালো রঙের জার্সি। অ্যাডিডাসের বানানো এই জার্সিতে কাঁধের ওপর থাকছে সাদা রঙের তিনটি রেখা। যেটা অ্যাডিডাসের ‘ট্রেডমার্ক’। এছাড়া কাঁধ থেকে বুকের দিকে নেমে এসেছে আকাশি রঙের আরো তিনটি রেখা। আর্জেন্টিনার দ্বিতীয় জার্সিটি সাধারণত নেভি ব্লু রঙের হয়। এবারই কালো রঙের জার্সি দিয়ে এতে বৈচিত্র্য আনছে তারা। বিশ্বকাপের অনুশীলন সারতে আর্জেন্টিনা দল এখন ম্যানচেস্টারে। সেখানেই পরশু কালো রঙের জার্সি পরে টুইটার ছবি পোস্ট দিলেন মেসি। শুক্রবার ইতালির বিপক্ষে আর্জেন্টিনা এই জার্সি পরে মাঠে নামতে পারে।

পর্তুগালের ‘হোম’ জার্সি সাধারণত মেরুন রঙের। এবার কিন্তু চিরায়ত সেই মেরুন রঙের জার্সির সঙ্গে ‘অ্যাওয়ে জার্সি’ হিসেবে থাকছে সাদা রঙের জার্সি। রোনালদো মেরুন জার্সি পরেই ছবি পোস্ট দিয়েছেন। নাইকির এ জার্সির পেছনে সোনালি রঙে লেখা থাকবে জার্সি নম্বর ও খেলোয়াড়ের নাম। ২০১৬ ইউরো জয়কে স্মরণীয় করে রাখতেই এই সোনালি রং। এছাড়া রাশিয়া, বেলজিয়াম, জার্মান, সুইডেন, মেক্সিকো, কলম্বিয়া ও জাপানের অ্যাওয়ে জার্সিও উন্মোচন করা হয়েছে পরশু।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist