নিজস্ব প্রতিবেদক

  ০৪ মার্চ, ২০১৮

ডংজেনের শুভেচ্ছা দূত সাকিব

মোটরবাইক, অটোবাইক, ইজিবাইকসহ ব্যাটারিচালিত পণ্যের জগতে ইমার্জিং ব্র্যান্ড ডিজেডিসির শুভেচ্ছা দূত হয়েছেন সাকিব আল হাসান। কাল রাজধানীর একটি অভিজাত হোটেলে বিশ্বসেরা অলরাউন্ডারের সঙ্গে চুক্তি করেছে কোম্পানিটি।

বর্তমান সময়ের তরুণ সমাজের ‘আইকন’ হিসেবে ভাবা হয় সাকিবকে। ব্যাটারিচালিত চীনা প্রতিষ্ঠান ডংজেনের পণ্যে আস্থা রয়েছে তার। চুক্তি স্বাক্ষরের পর সাকিব বলেছেন, বৈশ্বিক অন্যতম এই ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। ডংজেনের পণ্যগুলো বাংলাদেশের জন্য খুবই মানানসই এবং এদেশের জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রয়েছে। আমার বিশ্বাস, বাংলাদেশে এই পণ্যের প্রসার ঘটবে।’

এ প্রসঙ্গে প্রতিষ্ঠানটির ব্যবসায়িক অংশীদার ও বাংলাদেশ স্টিল মিলস স্কেল এক্সপোর্টার এসোসিয়েশনের সভাপতি এরশাদ বলেছেন, ‘সাকিব সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের কাছে জনপ্রিয়। তিনি বাংলাদেশের তরুণ প্রজšে§র প্রতিনিধি। সাকিবের সঙ্গে যুক্ত হওয়ায় দেশের তরুণ ক্রেতাদের কাছে ডিজেডিসি ব্র্যান্ডের গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা আগের চেয়ে বাড়বে। দক্ষিণ এশিয়ার মধ্যে প্রযুক্তি পণ্যের অন্যতম বাজার বাংলাদেশ ডিজেডিসি ব্র্যান্ডের পণ্যের জন্য যথেষ্ট উপযোগী।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist