ক্রীড়া ডেস্ক

  ২০ ফেব্রুয়ারি, ২০১৮

ক্রুসের পর মার্সেলো

ম্যাচজুড়ে দুর্দান্ত পারফর্ম করেছিলেন তিনি। প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের শেষ দিকে একটা গোলও করেছিলেন মার্সেলো। ব্রাজিলিয়ান এই ডিফেন্ডারের গোলের সুবাদেই চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেছে রিয়াল মাদ্রিদ। কিন্তু প্যারিসের মঞ্চে ফিরতি লেগে তাকে ছাড়াই মাঠে নামা লাগতে পারে স্প্যানিশ জায়ান্টদের। ঊরুর চোট অন্তত দুই সপ্তাহের জন্য মাঠের ছিটকে গিয়েছে মার্সেলোকে। খবরটি দিয়েছে স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘মার্কা’।

তবে ঘরের মাঠে জিতলেও ফিরতি লেগের অ্যাওয়ে ম্যাচটাতে পিএসজির কাছে অগ্নি পরীক্ষাই দিতে হবে রিয়াল মাদ্রিদকে। এই ম্যাচের আগে আরো একটা ধাক্কা খেতে হয়েছে লস ব্ল্যাঙ্কোসদের। হাঁটুর ইনজুরিতে পড়েছেন মধ্য মাঠের প্রাণভোমরা টনি ক্রুস। খবরটা তাজা থাকতে এলো আরেকটা দুঃসংবাদ। রিয়াল বেটিস ম্যাচের ২৮ মিনিটে বল নিয়ন্ত্রণ করতে যেয়ে ডান পায়ে ব্যথা অনুভব করেন মার্সেলো। দুই মিনিট পর মাঠ থেকে বেড়িয়ে যেতে হয় তাকে।

তবে ঠিক ক’দিনের জন্য ব্রাজিলিয়ান লেফটব্যাককে মাঠের বাইরে কাটাতে হবে সেটা অবশ্য ক্লাবের তরফ থেকে পরিষ্কার কিছু বলা হয়নি। রিয়ালের পরিচালক এমিলিও বুত্রাগুয়েনো শুধু বলেছেন, ‘ডাক্তার কী বলেন, আমাদের সেই অপেক্ষায় থাকতে হচ্ছে। সত্যি আমাদের জন্য বাজে খবর। ৪৮ ঘণ্টার মধ্যে আমরা জানতে পারব চোটের আসল অবস্থা।’

মার্সেলোর চোটের গভীরতা নির্ণয় করতে রিয়ালের প্রতিনিধি দুই দিনের সময় চাইলেও স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা আসল খবরটা দিয়ে দিয়েছে। দুই সপ্তাহের আগে মার্সেলোনার ফেরার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে মার্কা। শুধু তাই নয় ৬ মার্চ প্যারিসের মহাযুদ্ধেও তার মাঠে নামা নিয়ে সংশয় প্রকাশ করেছে গণমাধ্যমটি। তবে আশাবাদী রিয়াল মাদ্রিদ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist