আলমগীর কবির

  ১০ ফেব্রুয়ারি, ২০২৪

আলোর খোঁজে

আমি তো নই পাখি কোনো

ভালোবাসি উড়তে,

পার হয়ে যাই দূর সীমানা

চাই অজানায় ঘুরতে।

পার হয়ে যাই পাহাড় টিলা

পার হয়ে যাই নদী,

পার হয়ে যায় মহাসাগর

নেই কিন্তু নেই যদি!

বুকের ভেতর আলোর পাখি

ঝাপটিয়ে যায় ডানা,

কত না ভূখণ্ড আমার

হয় প্রতিদিন জানা।

স্বপ্ন গোলাপ সুবাস ছড়ায়

যাদের উদার মনে,

আলোর পথের বন্ধু আমার

তারাই জনে জনে।

আমি তো নই পাখি তবু

ভেসে ভেসে উড়ে,

আলোর খোঁজে ছুটে বেড়াই

দেশে দেশে ঘুরে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close