বারী সুমন

  ২৫ মার্চ, ২০২৩

সোনার বাংলাদেশ

বছর ঘুরে এলো আবার

স্বাধীনতার মাস

একাত্তরে এই মাসেতেই

হলো ইতিহাস।

পঁচিশে মার্চ অন্ধকারে

পাকসেনারা এলো

সবখানেতে হত্যাযজ্ঞ

আগুনে সব পোড়ালো।

রুখে দাঁড়ায় বীর বাঙালি

মুক্তি সেনার দল

চোখে নিয়ে সোনার স্বপন

বুকে নিয়ে বল।

নয় মাস যুদ্ধের পর

স্বাধীন হলো দেশ

অবশেষে পেলাম মোরা

সোনার বাংলাদেশ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close