reporterঅনলাইন ডেস্ক
  ২৬ নভেম্বর, ২০২২

সাপোর্টার

হোসাইন আল-নাহিদ

বাংলাদেশের আকাশ জুড়ে উড়ছে রঙিন কাপড়

বাতাস জুড়েও বইছে লোকের চামচাগিরি ফাপর!

কেউবা বলে সবচে সেরা তার প্রিয় দল উমুক

আরেকজনে ধমকে বলে সবচে সেরা তমুক!

এই নিয়ে রোজ দ্বন্দ্ব চলে আমজনতার চাপায়

যার কথাতে সাপোর্ট বেশি সেই কথাতে কাঁপায়।

চায়ের বিলও ফাও করে দেয় ভর দিবে যে পক্ষে

চাপায় জিতে কাছে ডেকে জড়িয়ে ধরে বক্ষে।

আর যদি কেউ যায় বিপরীত তখন হবে কী যে

মনে জ্বালে হিংসা আগুন একলা পোড়ে নিজে!

সুযোগ পেলে ফায়দা লুটায় মানবে না হার দলের

এভাবে রোজ পাগলামিতে মানুষ হচ্ছে কলের!

কবারও কেউ এই ভাবে না চলছি ভুলের রথে

মতের অমিল দূরে ঠেলে থাকব একই পথে।

যাদের নিয়ে দ্বন্দ্ব করি দেখবে না কেউ চেয়ে

মিছেমিছি নিজের কুনাম যাচ্ছি নিজেই গেয়ে!

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close