আলাউদ্দিন হোসেন
০৮ অক্টোবর, ২০২২
শারদীয় উৎসব

দুর্গা এলে পূজারিরা
নতুনরূপে সাজে
দিবানিশি মণ্ডপ জুড়ে
ঢাকের বাজনা বাজে।
ঢাক ঢোলের নতুন সুরে
পূজারিরা মত্ত
আত্মভরে পূজা করে
মেটায় দেহতত্ত্ব।
ঘরে ঘরে জ্বলে উঠে
মা দুর্গার ছায়া
দশ হাতে নিয়ে আসে
স্বর্গ সুখের মায়া।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন