বিজন বেপারী

  ২৮ মে, ২০২২

রবিঠাকুর

রবিঠাকুর কোথায় পেলে

এত গানের কথা,

তোমার সুরে হারিয়ে যাই

সকাল সাঁঝের বেলা।

রবিঠাকুর কোথায় পেলে

এত লেখার সময়,

সবার জন্য লিখলে তুমি

দিলে সুখের অভয়।

রবিঠাকুর কোথায় পেলে

তোমার কাব্য ভাষা,

ছোট শিশু বুড়ো দাদু

আনন্দে সব ঠাসা।

রবিঠাকুর কোথায় পেলে

তোমার গুণী কলম,

এই তো হাসি এই তো কাঁদি

জাদু ভরা মলম।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close