মাহাথির আরাফাত

  ২১ মে, ২০২২

পড়াশোনা

সকাল-বিকাল টানি আমি

পড়াশোনার বোঝা

এত পড়েও আব্বু-আম্মুর

মন পাওয়া নয় সোজা।

সকালবেলা ইংরেজি স্যার

অঙ্ক দুপুরবেলা

পড়ার পিছেই দৌড়াদৌড়ি

পড়াই আমার খেলা।

বিকালবেলা খেলতে মানা

পড়তে বসো একটু

আব্বু বলে, পড়ছে দেখো

পাশের বাসার মন্টু।

ডানে-বামে না তাকিয়ে

কেবল শুধুই পড়া

পড়াশোনায় ফাঁকি দিলে

আম্মুর মন মরা।

ভাল্লাগে না এত্ত পড়া

বিষ হয়েছে বই

মনের এসব দুঃখ কথা

কার সাথে যে কই?

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close