শামছুন নাহার

  ২৩ জানুয়ারি, ২০২১

কলমি ফুল

অপরূপ রূপের কলমি ফুল দেখতে চারুলতা।

কলমিলতা বাহারি ফুল, বনফুল বনলতা।

বেগুনি রং ভেতরে তোমার, বাহিরে ফেনিল সাদা,

দেখতে লাগে শুভ্র সফেদ বনের মাধবী লতা।

খেতের পাশে বিলে ঝিলে সবখানে বিচরণ,

তারি মাঝে রূপের রানি কলমি ভাসে সকরুণ।

রূপ বাহারি কলমি ফুল, রূপে করে ঝলমল,

কলমি শাক কে না বাসে ভালো, ছোট-বড় সকল।

চাঁদনিরাতে বিলের পানি করে টলমল,

অপরূপ তোমায় রূপের ছটা করে ছলছল।

কখনো তোমার বেগুনি সাদা লাগে কুমারী মেয়ে,

পথচারীরা তাই তো তোমায় আরচোখে দেখে চেয়ে।

বিলের পানিতে কলমির দামে পানকৌড়িরা ডাকে,

ডাহুক বকেরা তাহারি পাশে লুকিয়ে তারা থাকে।

ডগমগে কচি কলমি রানি পানির ভাষা শোনে,

তাহার সঙ্গেই মনের কথা কহে সংগোপনে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close