রাসেল খান

  ১১ জুলাই, ২০২০

মেঘবালিকা

মেঘবালিকা এবার থামো

মুছবে চোখের সাজ

সকাল থেকে অঝোরধারায়

কাঁদছো কেন আজ?

মা বকেছে খাওনি বলে?

ইশকুলে কী যাওনি বলে?

কী হয়েছে কী?

দুচোখ কেন ভাসাও কেঁদে?

চুল কি তোমার দেয়নি বেঁধে?

ওরে লক্ষ্মীটি।

বন্ধু ভেবে আমায় বল

চোখ দুটো কি টলমল

আর কেঁদো না আর,

অভিমানে কষ্ট বাড়ে

মা আদরে বকতে পারে!

থামো না এবার।

এমন করে কেউ কি কাঁদে?

সন্ধ্যা হবে খানিক বাদে

জাগবে রাতেরপাড়া,

আর কেঁদো না হু হু করে

লক্ষ্মী মেয়ে চল ঘরে

মায়ের ডাকে সাড়া।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close