রুহুল আমিন রাকিব

  ২৩ মার্চ, ২০১৯

স্বাধীনতা

স্বাধীনতা মানে হলো

কোকিল কণ্ঠের গান

সারি সারি সবুজ গাছ, আর

মাঠ ভরা ওই ধান।

ভোরের শেষে পুবের দেশে

রক্ত রবির আলো

মুক্ত কণ্ঠে গান গাওয়া ভাই

দেশকে বাসি ভালো।

হিমেল হাওয়ায় দোল খাওয়া ওই

শিমুল পলাশ ফুল

শহীদ ভাইয়ের ছবি আঁকতে

খোকার হয় না ভুল।

মায়ের মুখে জয়ের হাসি

মানিক হারার দামে

বাংলা পেল বিজয় চিঠি

রক্তে ভেজা খামে।

স্বাধীনতা মানে হলো

দেশের জন্ম গান

শেখ মুজিবের জাদুর কণ্ঠ

ওই বিধাতার দান।

একটা ভাষণ মলিন হয় না

স্মৃতির পাতায় পাতায়

শেখ মুজিবের সেই সে ভাষণ

একাত্তরের খাতায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close