আন্তর্জাতিক ডেস্ক

  ২০ আগস্ট, ২০১৭

ভারতে ট্রেন লাইনচ্যুত বহু হতাহত

ভারতের উত্তর প্রদেশে যাত্রীবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে বহু হতাহতের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানী নয়াদিল্লি থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরে মুজাফফরনগরের খাওতালীতে ওই দুর্ঘটনা ঘটে। রাত সাড়ে ৯টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে, এই ঘটনায় প্রাণহানিতে শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্র : এনডিটিভি

খবরে বলা হয়েছে, উড়িষ্যার পুরি থেকে ছেড়ে আসা ট্রেনটি উত্তরাখন্ডের হরিদ্বারের উদ্দেশে যাচ্ছিল। ট্রেনটির ১২টি বগি লাইনচ্যুত হয়েছে। ঘটনার পর সেখানে ব্যাপক উদ্ধার তৎপরতা চালিয়েছে পুলিশ। স্থানীয় লোকদের নিয়ে উদ্ধার শুরু করেছে পুলিশ। খবর পেয়ে স্থানীয় জেলা প্রশাসন দুর্ঘটনাস্থলে যায়। দুর্ঘটনার জেরে রেল চলাচল বিঘিœত হয়।

রেলমন্ত্রী সুরেশ প্রভু টুইট করে জানিয়েছেন, সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি নিজে ওই দুর্ঘটনার তদারকি করছেন। রেলের সিনিয়র অফিসারদের দুর্ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছেন। উদ্ধারকারী দল, মেডিক্যাল টিমও পাঠানো হয়েছে। যাত্রীদের যাতে কোনো অসুবিধা না হয়, সেজন্য সব ধরনের সাহায্যের নির্দেশ দিয়েছেন রেলের কর্তাদের। এছাড়া মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আহতদের চিকিৎসাসহ সব ধরনের পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist